নতুন কমিটি গঠিত
নাজমুচ্ছায়াদাত ও জাহিদের নেতৃত্ব দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন
উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাতকে সভাপতি ও মো. জাহিদ কালামকে সাধারণ সম্পাদক করে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) নতুন কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সংগঠনটির এক সভায় নতুন এই কমিটি গঠিত হয়। এক বিবৃতিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম সম্পাদক উপ-পরিচালক আহসানুল কবির পলাশ, সাংগঠনিক সম্পাদক উপ-পরিচালক শারিকা ইসলাম, দপ্তর সম্পাদক উপ-পরিচালক মো. হুমায়ুন কবির এবং কোষাধক্ষ্য উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পূর্ণাঙ্গ কমিটি খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের দ্বিতীয় মেয়াদের (২০২৪-২৫) ৫১ সদস্যের কমিটি কাজ করবে বলে জানা গেছে।
এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠিত হয়। দুদকের তৎকালীন সচিব মো. মাহবুব হোসেনকে প্রধান উপদেষ্টা করে সংস্থাটির উপ-পরিচালক মশিউর রহমানকে সভাপতি ও সৈয়দ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩১ সদস্যের অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে।
আরএম/এমএসএ