রাজধানীতে নাশকতার প্রস্তুতির সময় গ্রেফতার আনসার আল ইসলামের চার সদস্যের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

রোববার (৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন- মো. জসিমুল ইসলাম ওরফে জ্যাক, মো. আব্দুল মুকিত, মো. আমিনুল হক ও সজীব ইখতিয়ার।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক মনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মোহাম্মদপুর থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।’

এর আগে শনিবার (৮ মে) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট তাদের গ্রেফতার করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম সে সময় বলেন, রাজধানীতে নাশকতার প্রস্তুতির সময় আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিটের একটি টিম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে থেকে ১টি ব্যাগ, ১টি চাপাতি, ৫টি স্মার্ট ফোন ও ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

টিএইচ/জেডএস