বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী বলেছেন, সমগ্র বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য তীর্থভূমি। এদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিয়ে বসবাস করে আসছে যুগের পর যুগ। কিন্তু একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সবসময় সাম্প্রদায়িক ফ্যাসাদ তৈরিতে ব্যস্ত। তারা জাতিকে ভিন্নখাতে প্রবাহে ব্যস্ত। দেশের মানুষ সেটা বুঝতে পেরেছে। তাই আজ তারা দেশছাড়া। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রামের সীতাকুণ্ডের শঙ্করমঠ ও মিশন পরিদর্শনে শেষে তিনি এসব কথা বলেন। 

আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় একটি জাতীয় তীর্থস্থান। প্রতিবছর লাখ লাখ সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসেন। দেশ-বিদেশে এই সীতাকুণ্ডের আলাদা পরিচিতি আছে। ভবিষ্যতে আমরা এখানে আরও উন্নয়নমূলক কাজ করব। নতুনভাবে সাজিয়ে তুলব চন্দ্রনাথ ধামকে। এখানে কোটি মানুষের মিলন ঘটবে বলে আমার বিশ্বাস। 

এসময় তিনি সিড়ি বেয়ে শঙ্করমঠ ও মিশনে আরোহণ করেন এবং মঠের ভেতরে মিশনের অধ্যক্ষ শ্রীমত স্বামী তপনানন্দ গীরি মহারাজ, শ্রমতি ভক্তিদি ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি শঙ্কর মঠ ও মিশনের পাশে পাহাড় ধসে ভবন ক্ষতিগ্রস্থ স্থানটি দেখেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

এমআর/এমএসএ