কমলাপুরের ম্যাপ

রাজধানীর উত্তর কমলাপুরে তিন্নি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে উত্তর কমলাপুর এলাকায় ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১০ মে) বিকেল সাড়ে ৩টা থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন বলে মতিঝিল থানা সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত ঢাকা পোস্টকে বলেন, রাজধানীর ফকিরাপুলের তিন্নি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও ঈদের বোনাস পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বেতন ও বোনাসের দাবিতে গার্মেন্টসটির শ্রমিকরা ফকিরাপুল থেকে এসে উত্তর কমলাপুর এলাকায় রাস্তা অবরোধ করে রেখেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে ঐ এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শ্রমিকদের রাস্তা ছেড়ে চলে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী গার্মেন্টস মালিকের কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছেন তাদের বেতন ও বোনাসের বিষয়ে।

এমএসি/আরএইচ