চট্টগ্রামে বাসচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু, আহত ৪
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বাসচাপায় মমতাজ বেগম (৫৩) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন।
মঙ্গলবার (১১ মে) সকালে চান্দগাঁও থানার কামাল বাজার এলাকার কর্ণফুলী টাওয়ারের সামনে আজিম গ্রুপের গাড়ি ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
বিজ্ঞাপন
আহতরা হলেন- হাফিজা (২২), ইসমত আরা বৃষ্টি (২৫), কুলসুমা বেগম (২২) ও তানিয়া আক্তার (২৪)। তাদের সবাইকে চমেকে চিকিৎসাধীন আছেন।
শীলব্রত বড়ুয়া বলেন, কাজে যাওয়ার জন্য সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করেছিলেন। এমন সময় আজিম গ্রুপের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমতাজ বেগমের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। হতাহতরা সবাই একটি পোশাক কারখানায় কাজ করতেন।
কেএম/এমএইচএস