সবুজবাগে গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর সবুজবাগের খিলগাঁও ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক রিকশা চালকের (আনুমানিক ৩৫) মৃত্যু হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘটনাস্থলে উপস্থিত পথচারী উজ্জল হোসেন বলেন, আমি ভোরের দিকে সেহরি খেয়ে রিকশায় করে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম। পথেই দেখতে পাই একটি দ্রুতগামী গাড়ি আরেকটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক রাস্তায় পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নিহতের ওই রিকশাচালকের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এমএইচএস