সংক্রমণ রোধে কোলাকুলি পরিহারের কথা বলেছিল ধর্ম মন্ত্রণালয়। কিন্তু সেই নির্দেশনা মানেননি অনেক মুসল্লি/ ছবি : সুমন শেখ

মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে কোলাকুলি, করমর্দন করা থেকে বিরত থাকাসহ নামাজ আদায়ে ১২ দফা নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। কিন্তু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এসব নির্দেশনা পালন করতে দেখা যায়নি অনেক মুসল্লিকে।

শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার কথা থাকলেও সেটি মানেননি অনেকেই। নামাজ শেষে স্বজনদের সঙ্গে কোলাকুলি ও করমর্দন করতে দেখা যায় অনেক মুসল্লিকে।

সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঘুরে দেখা যায়, সকাল ৬টা থেকেই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে থাকেন। প্রবেশমুখে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে মুসল্লিদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। এছাড়া যেসব মুসল্লিদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে।

টিএইচ/এসকেডি