ভারতে আটকে পড়াদের দেশে ফেরা শুরু, এনওসি পাচ্ছেন নতুনরা
বেনাপোল বন্দর/ফাইল ছবি
করোনাভাইরাস পরিস্থিতির অবনতিতে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা রোববার (১৬ মে) থেকে দেশে ফেরা শুরু করেছেন। এ দিন থেকে নতুন করে অনাপত্তি পত্র (এনওসি) ইস্যু শুরু করেছে কলকাতার বাংলাদেশ মিশন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, কোয়ারেন্টাইন ব্যবস্থা অপ্রতুল হওয়ায় ঈদের আগে মোট আট দিনের জন্য ভারতে অবস্থানরতদের দেশে ফেরা বন্ধ ছিল। যার কারণে এনওসি ইস্যুও বন্ধ ছিল। আগে যারা এনওসি পেয়েছেন, তাদের ফেরা শুরু হয়েছে। নতুনদের সোমবার থেকে এনওসি দেওয়া শুরু হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ভারত থেকে তিনটি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের অনুমতি ছিল। কিন্তু আটকে পড়া বাংলাদেশিদের কথা বিবেচনা করে আরও তিনটি বন্দর- চুয়াডাঙ্গার দর্শনা, দিনাজপুরের হিলি ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, করোনার সংক্রমণ কমাতে রোববার (১৬ মে) থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ১৪ দিনের লকডাউন শুরু হয়েছে। এমন অবস্থায় সেখানে অবস্থারত বাংলাদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, ভারতের সঙ্গে আমাদের এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের মিশনগুলো থেকে যারা এনওসি পাবেন, তাদের ফেরার ক্ষেত্রে সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ প্রশাসন।
বিজ্ঞাপন
মূলত ভারতে আটকে পড়াদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম রয়েছে তাদের দেশে ফেরার সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকার। তবে দেশে ফেরার পর প্রত্যেককে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা ছিল।
প্রথম দফায় ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ শেষ হয় গত ৯ মে। আবার নতুন করে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়, যা আগামী ২৩ মে পর্যন্ত বলবৎ থাকবে। তবে দুই দেশের মধ্যে পণ্যবাহী যানচলাচল অব্যাহত রয়েছে।
এনআই/আরএইচ