ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ড. ইউনূস
ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য অস্ত্রোপচার করেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চিকিৎসা নিলেও আজ শুক্রবার সকাল থেকে তিনি পুনরায় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য ছোট অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন। শুক্রবার সকালে তিনি পুনরায় দায়িত্ব পালন করেন। চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
বিজ্ঞাপন
এমএসআই/এসএসএইচ