আমেরিকা, রাশিয়া ও ইউএইতে কর্মরত তিন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
আমেরিকা, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
যাদের চুক্তি বাতিল করা হয়েছে তারা হলেন- মস্কোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কামরুল আহসান, ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফর।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাদের সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
এসএইচআর/এমজে