কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন

ক‌রোনাভাইরাস পরিস্থিতির অবনতিতে ভার‌তে আটকে পড়া বাংলা‌দে‌শি নাগ‌রিকদের দেশে ফেরার জন্য সোমবার (১৭ মে) থেকে অনাপ‌ত্তি পত্র (এনওসি) ইস্যু শুরু করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।

কলকাতার উপ-হাইকমিশন এক বার্তায় জানায়, বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নয়ািদিল্লির হাইকমিশন ছাড়াও কাছাকাছি এলাকার বাংলাদেশ উপহাইকমিশন ও সহকারী হাইকমিশন থেকে অনাপত্তিপত্র নিয়ে সুনির্দিষ্ট স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। যাদের ভিসার মেয়াদ ২৩ মের মধ্যে শেষ হয়ে যাবে তারা এই ঘোষণা অনুযায়ী দেশে ফেরার অনাপত্তিপত্র পাবেন।

যারা যেখান থেকে অনাপত্তিপত্র নেবেন

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি (যারা উত্তর ভারতে আছেন)। বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা (যারা পশ্চিমবঙ্গে আছেন)। বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলা (যারা চেন্নাই, ভেলোর, মুম্বাই বা দক্ষিণ ভারতে আছেন)। 

এনওসি বা অনাপত্তিপত্র পাওয়া ব্যক্তিরা কেবল বেনাপোল-পেট্রাপোল, বুড়িমারী-চ্যাংড়াবান্ধা, আখাউড়া-আগরতলা, হিলি, গেদে-দর্শনা ও সোনামসজিদ-মাহাদিপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।    

এনওসি পেতে বাংলাদেশি নাগরিকদের যা লাগবে 

১) নির্দিষ্ট আবেদনপত্র (অনুলিপি সংযুক্ত)

২) পাসপোর্টের অনুলিপি 

৩) ভিসার অনুলিপি

কলকাতার উপ-হাইকমিশন জানায়, এনওসি পাওয়ার পর ৭২ ঘন্টা মেয়াদি কোভিড-১৯ নেগেটিভ আরটি-পিসিআর সনদ সংশ্লিষ্ট স্থলবন্দরে পেশ করা সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা দেশে প্রবেশ করতে পারবেন। এছাড়া প্রত্যেককে দেশে ফেরার পর নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এনআই/আরএইচ/জেএস