ইসরায়েলি বর্বর হামলা বন্ধের দাবি
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বর হামলা বন্ধের দাবি জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। তারা বলছে, আল আকসা মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে ২৫ হাজার গুণ সওয়াব পাওয়া যায়। অথচ ঐ মসজিদেই ইসরায়েলিরা হামলা করেছে। তাদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
মঙ্গলবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত 'ফিলিস্তিনে মনবতা বিপন্ন, ইসরায়েলি আগ্রাসন বিরোধী' শীর্ষক এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধন থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। এসময় তারা বলেন, রোজিনা ইসলামকে যে নির্যাতন ও হয়রানি করা হয়েছে তা ইসরায়েলি হামলার চেয়ে কম নয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল ধারবাহিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ড সংঘটিত করছে। বিশ্ব জনমতকে উপেক্ষা করে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী গোষ্ঠী ফিলিস্তিন জনগোষ্ঠীকে তাদের আবাসস্থল থেকে উচ্ছেদ করে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার নিলনকশা বাস্তবায়ন করে আসছে।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি অগ্রহণযোগ্য এবং অসহনীয়। যুব ইউনিয়ন এই আক্রমণকে ফিলিস্তিনের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের ক্রমবর্ধমান ধারাবাহিকতার অংশ হিসাবেই বিবেচনা করছে। যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে। ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত ও মানবিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত আন্দোলনকে দমন করার সব প্রয়াসকে আমরা নিন্দা জানাই।
বিজ্ঞাপন
সরকারের কাছে আহ্বান জানিয়ে তারা বলেন, বাংলাদেশের মানুষ, তথা যুব-সমাজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের সংগ্রামের সঙ্গে একাত্মতা বোধ করে। এই ন্যাক্কারজনক হামলার আনুষ্ঠানিক নিন্দা ও প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এডিপি'র চেয়ারম্যান কে এম আবু তাহের, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ জাকির, ছাত্র ঐক্যের সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ।
এমএইচএন/জেডএস