ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মিরসরাই ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী। 

নিহতের মো. ওমর ফারুক (৩৫) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাটেরখীল এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমাম হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসারইয়ে ফুটওভার ব্রিজের নিচে ঢাকামুখী লেনে সিএনজি অটোরিকশার পেছনে উত্তরা নামক একটি বাস ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওমর ফারুক নামে একজনকে মৃত ঘোষণা করেন। অপর চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

কেএম/ওএফ