চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্র ফারহানের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মে) সাতকানিয়া নলুয়া বাজারের পশ্চিম পাশে মক্তেয়ারকুম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাকিল হোসেন।

ফারহান চান্দগাঁও থানার ফরিদাপাড়া এলাকার জামাল খানের ছেলে। তিনি নগরীর হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাতকানিয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যান ফারহান। বৃহস্পতিবার চার বন্ধু নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে বিকেল চারটার দিকে নিখোঁজ হন তিনি। তার বন্ধুরা খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফারহানকে উদ্ধারের চেষ্টা চেলায় ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। খুঁজে না পেয়ে রাতে অভিযান বন্ধ রাখে ফায়ার সার্ভিস। আজ (শুক্রবার) সকালে সাঙ্গু নদীর মক্তেয়ারকুম এলাকা থেকে ফারহানের লাশ উদ্ধার করা হয়।

কেএম/এইচকে