প্রতীকী ছবি

জনপ্রশাসন পদক-২০২১ এর জন্য মনোনয়ন আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসনে কর্মরত কর্মচারীদের সৃজনশীল কার্যক্রমে উৎসাহিত করার লক্ষ্যে সাধারণ ও কারিগরি ক্ষেত্রে জাতীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হবে। 

সোমবার (০৪ জানুয়ারি) এ মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় থেকে জানানো হয়, ৫ জানুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হবে এ কার্যক্রম। এর মধ্যে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা কমিটি বা অধিদফতর পর্যায়ের কমিটিতে মনোনয়ন পাঠানো যাবে। আর জেলা বা অধিদফতর পর্যায়ে মনোনয়ন চূড়ান্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ। এছাড়া ১৫ মার্চ পর্যন্ত জেলা বা অধিদফতর থেকে মন্ত্রণালয়ে পাঠানো যাবে এ মনোনয়ন। 

মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে মনোনয়ন চূড়ান্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ। আর ৭ এপ্রিলের মধ্যে জাতীয় কমিটির কাছে উপস্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে মনোনয়ন পাঠাতে হবে।

২০২০ সালের (জানুয়ারি থেকে ডিসেম্বর) কর্মকাণ্ড বিবেচনা করে জনপ্রশাসন পদক-২০২১ দেওয়া হবে। তবে থাকছে কিছু শর্তও।

শর্তাবলী

১. জনপ্রশাসন পদক নীতিমালা ২০১৫ (২০১৬ সালে সংশোধিত) অনুসারে মনোনয়ন পাঠাতে হবে। এ নীতিমালার ৯ নং অনুচ্ছেদের মনোনয়ন পাঠানো ও বাছাই প্রক্রিয়া সম্পর্কিত বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

২. জেলা ও অধিদফতর পর্যায়ের কমিটি ১৫ মার্চের মধ্যে অবশ্যই মন্ত্রণালয় পর্যায়ের কমিটিতে মনোনয়ন পাঠাবেন। এ কমিটি থেকে মনোনয়ন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর মতো যোগ্য হলে সেক্ষেত্রেও ১৫ মার্চের মধ্যেই পাঠাতে হবে। মন্ত্রণালয় পর্যায়ের কমিটি ৭ এপ্রিলের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে মনোনয়ন পাঠাবে।

৩. জেলা ও অধিদফতর পর্যায়ের কমিটি সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত, দলগত ও প্রাতিষ্ঠানিক শ্রেণিতে তিনটি এবং কারিগরি ক্ষেত্রে ব্যক্তিগত, দলগত ও প্রাতিষ্ঠানিক শ্রেণিতে তিনটি মিলিয়ে সর্বমোট ছয়টি শ্রেণিতে মনোনয়ন মন্ত্রণালয় পর্যায়ের কমিটিতে পাঠাবে। একইভাবে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি সর্বোচ্চ ছয়টি মনোনয়ন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবে। প্রতিটি ক্ষেত্র ও শ্রেণীতে একের বেশি মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

৪. নীতিমালায় মনোনয়ন ছক যথাযথভাবে পূরণ করতে হবে এবং মনোনয়ন ছকে প্রকল্প বা অবদানের বস্তুনিষ্ঠ বর্ণনা থাকতে হবে। বাহুল্য কথা পরিহার করতে হবে।

৫. পূরণ করা মনোনয়ন ছক ও সভার কার্যবিবরণী হার্ডকপির পাশাপাশি সফটকপি ওয়ার্ড ও পিডিএফ ফাইলে ই-মেইলে পাঠাতে হবে। 

এসএইচআর/জেডএস