নাসির কমিশনের সঙ্গে বৈঠকে বসতে ইসিতে আসছে ইউএনডিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে চায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি (ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম)। এজন্য নাসির উদ্দীন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে আসছে সংস্থাটি।
ইসির সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমানের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে উল্লেখ করা হয়েছে, নিড অ্যাসেসমেন্ট মিশনের আওতায় ইউএনডিপির আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বৈঠকটি দুপুর সাড়ে ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের আলোচনা চলছে। তারই প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম হাতে নিয়েছে।
এ, এম, এম, নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে এর আগেও একবার বৈঠক করেছে ইউএনডিপি। অতীতেও সংস্থাটি বিভিন্ন নির্বাচনে প্রশিক্ষণ ও নির্বাচনি উপকরণ দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশনকে।
এছাড়া গত ২১ নভেম্বর নাসির কমিশন দায়িত্ব নেওয়ার পর বিদেশিদের সঙ্গে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১০ ডিসেম্বর তুরস্কের তিন সাবেক সংসদ সদস্য এবং এর আগে জাতিসংঘের সঙ্গে বৈঠক করেছে ইসি। তারা নির্বাচনে সহায়তা দিতে চায়।
এসআর/এমএ