রাজধানীর খিলক্ষেতের বরুড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে স্বদেশ প্রপার্টিজ ও আশিয়ান সিটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. কাউসার দেওয়ান(৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।  তিনি স্বদেশ প্রপার্টিজের সিকিউরিটি গার্ড ছিলেন।

সোমবার (১৩ জানুয়ারি) পরে রাত সাড়ে আটটার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহত কাউসার দেওয়ানের বাড়ি খিলক্ষেত থানার বরুড়া উত্তরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত কাদের দেওয়ানের ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান বলেন, আমরা খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে কাউসার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, দুপুরের দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আশিয়ান সিটি গ্রুপ ও স্বদেশ প্রপার্টিজ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাউসার দেওয়ানসহ দুইজন আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কাউসার দেওয়ানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

এসএএ/এআইএস