‘সাইবার সিকিউরিটির ঝুঁকি বিবেচনা করলে বাংলাদেশের সব কর্পোরেট কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা, সরকারি দপ্তর-সংস্থা এবং আইটি সেবা প্রদানকারীসহ সব প্রতিষ্ঠানকে সাইবার আক্রমণের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিসহ নিয়মিত সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং করা জরুরি।’

বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এজিএস কোয়ালিটি অ্যাকশনের পরিচালক মো. আহসান হাবিব এসব কথা বলেন।

আহসান হাবিব বলেন, এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড শিল্প মন্ত্রণালয় এর আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক এক্রেডিটেড সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং ল্যাবরেটরী হিসেবে স্বীকৃত প্রথম ও একমাত্র সফটওয়্যার টেস্টিং ল্যাবরেটরী। আজ সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং ল্যাবরেটরী, এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড এর উদ্যোগে অনুষ্ঠিত সিটিএফ (Capture The Flag Platform) অনলাইন সাইবার ড্রিল-২০২৫ বাস্তবায়নে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের উপস্থিতিতে কৃষিবিদ ইনস্টিটিউশন, থ্রি-ডি সেমিনার হলে প্রি-সাইবার ড্রিল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

আগামী ২৬ ফেব্রুয়ারি শুধুমাত্র বাংলাদেশে অবস্থিত করপোরেট কোম্পানি, প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা এবং আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে দিন ব্যাপী '১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫' শিরোনামে একটি সাইবার ড্রিল অনুষ্ঠিত হবে। এই সাইবার ড্রিলের প্রধান লক্ষ্য সাইবার আক্রমণের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করা।

তিনি বলেন, ‘প্রথম এজাইল সাইবার ড্রিল-২০২৫' এর কারিগরি পার্টনার হিসেবে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) ও সিটিএফ প্লাটফর্ম- বিজিডি ই-গভ সার্ট, আইসিটি মন্ত্রণালয় কারিগরি সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর সদস্য ও আওতাভুক্ত সর্বমোট ১৫০ (এক শত পঞ্চাশ) জন প্রশিক্ষিত সাইবার সিকিউরিটি প্রকৌশলী বিভিন্ন ধাপে সাইবার ড্রিল-২০২৫ এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে কারিগরি সহযোগিতা প্রদান করবে।

আগামী ২৬ ফেব্রুয়ারি ‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫' এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাইবার আক্রমণ প্রতিরোধ সংক্রান্ত দক্ষতা ও সক্ষমতা উপর ভিত্তি করে কারিগরি মূল্যায়ন পূর্বক আগামী ৯ মার্চ একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও ‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫' এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সাইবার সুরক্ষা নিরূপণ কল্পে সম্পূর্ণ বিনামূল্যে সাইবার ড্রিলের অংশ হিসেবে মাসব্যাপী সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং সেবা প্রদান করা হবে।

এমএসআই/এমএসএ