চট্টগ্রামে করোনায় মৃত্যু ৬শ ছাড়াল
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৬০২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৫৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৩ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫২ হাজার ৭৩৬ জন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারের একটি ল্যাবে ৭৫৫টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৪ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৭৩৬ জন। যার মধ্যে নগরীর ৪২ হাজার ১১৬ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৬২০ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর আগের দিন সোমবার মারা যাওয়া চারজনের মধ্যে চট্টগ্রাম নগরীর ছিল একজন ও বিভিন্ন উপজেলার ছিলেন তিনজন।
বিজ্ঞাপন
কেএম/এমএইচএস