কল্যাণ তহবিল থেকে সৌদিগামীদের হোটেল কোয়ারেন্টাইন খরচ বহনের দাবি
বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যাচ্ছেন, তাদের সাত দিনের জন্য বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। যেখানে আনুমানিক খরচ পড়ছে ৬০ হাজার টাকা, যা একজন কর্মীর পক্ষে বহন করা কষ্টসাধ্য। তাই এই হোটেল কোয়ারেন্টাইন খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে বহন করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট (বায়রা)।
মঙ্গলবার (২৫ মে) ঢাকা রিপোর্টর্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। এ সময় আরও তিনটি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে— বিদেশগামী কর্মীদের দ্রুত টিকা প্রদান করা; বিমান ভাড়া কমিয়ে লেবার ফেয়ার চালু করা এবং জনশক্তি রফতানিকারকদের আর্থিক প্রণোদনা ও অনুদান প্রদান করা।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সভাপতি ড. মোহাম্মদ ফারুক বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সঠিক নির্দেশনায় ১৯৭৪ সাল থেকে আমরা জনশক্তি রফতানি করে আসছি। বিগত ৪৫ বছরের বেশি সময়ে এ দেশ থেকে কর্মী রফতানি হয়েছে ২ কোটির ওপরে। আসা যাওয়ার মধ্যে বর্তমানে প্রায় এক কোটি ২ লাখ কর্মী বিদেশে কর্মরত আছে। ৪৫ বছরে তারা দেশে বৈধভাবে পাঠিয়েছে ৩০০ বিলিয়ন ডলার আর হুন্ডির মাধ্যমে পঠিয়েছে ট্রিলিয়ন ডলারের বেশি।
তিনি আরও বলেন, বিদেশে কর্মরত কর্মীদের রোজগারে তার সংসার যেমন চলে, তেমনি চলে বাংলাদেশের অর্থনীতির চাকা। আজ এই কর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমরা যারা কর্মী রফতানি করার মূল কারিগর, তারা মহামারি করোনা ও বৈষম্যমূলক বাজার ব্যবস্থার কারণে আর্থিকভাবে চরম সঙ্কটের মধ্যে দিন পার করছি।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব মোস্তফা মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ-উল-ইসলাম প্রমুখ।
এমএইচএন/এসএসএইচ