প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

চাঁদাবাজি-ঘুষ বন্ধে বিশেষ স্কোয়াড গঠনের সুপারিশ

অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে সুশাসন নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা সংস্কার কমিশন (রেগুলেটরি রিফর্মস কমিশন) গঠনের সুপারিশ করেছে টাস্কফোর্স। অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গত সেপ্টেম্বর মাসে এ টাস্কফোর্স গঠন করা হয়।

টাস্কফোর্সের খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, আইনকানুন-নিয়মনীতির অতি নিয়ন্ত্রণ এবং আমলাতন্ত্রের লালফিতার দৌরাত্ম্যের কারণে ব্যবসা-বাণিজ্য ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাধা সৃষ্টি করছে। এ জন্য একটি সংস্কার কমিশন গঠন অপরিহার্য।

কালবেলা

রাজধানী মেহেরপুর, হেডকোয়ার্টার রাশিয়া

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর-শিবপুর সড়কে দাঁড়িয়ে হাত উঁচিয়ে একটি নির্মাণাধীন বাগানবাড়ি দেখালেন স্থানীয় আবুল হোসেন। বাহারি কারুকার্যখচিত রাজকীয় ঢঙের বাগানবাড়িটি বানাচ্ছেন মোরশেদ আলম লিপু। মাত্র ২৮ বছর বয়সী লিপুর দৃশ্যমান কোনো আয়ের তথ্য এলাকাবাসীর জানা নেই। অথচ তিনি কোটি কোটি টাকা ব্যয়ে বাগানবাড়িতে পাশাপাশি তিনটি আলিশান ভবন করেছেন। তৈরি করেছেন রাজকীয় ফটক। তার আছে কোটি টাকা ব্যয়ের কৃষি খামার, গরুর খামার ও মাছের ঘের। লিপু চলাফেরা করেন হালফ্যাশনের বিলাসবহুল গাড়িতে। তার বহরে থাকে আট থেকে ১০টি প্রাইভেট গাড়ি ও ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল। থাকে তাগড়া তাগড়া বডিগার্ডের দল। লিপু যেন স্থানীয় যুবকদের ক্রেজ। শুধু নিজেই নয়; আত্মীয়স্বজনের নামেও রয়েছে বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ। সবাই জানতে চান তার শনৈ শনৈ উন্নতির রহস্য কী? কেউ কেউ মনে করছেন তিনি বুঝি রূপকথার সেই আলাদিনের চেরাগ পেয়েছেন; ‘আদেশ’ করা মাত্রই জিন তার সব করে দিচ্ছে। কিন্তু লিপুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্যানুসন্ধান বলছে ভিন্ন কথা। লিপু আসলে একজন অনলাইন জুয়ার নিয়ন্ত্রক। মেহেরপুরে সেই অনলাইন জুয়ার রাজধানী হলেও হেডকোয়ার্টার সুদূর রাশিয়ায়। সেখান থেকেই নিয়ন্ত্রণ হয় অনলাইন জুয়ার কারবার।

যুগান্তর

সীমাহীন দুর্নীতি, অঢেল সম্পদ দীপংকরের

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ-সদস্য দীপংকর তালুকদারের রয়েছে অঢেল সম্পদ। পাঁচবার এমপি ও এক মেয়াদে প্রতিমন্ত্রী হয়ে পার্বত্য অঞ্চলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে হাজার কোটি টাকা কামিয়েছেন তিনি। আর এজন্য করেছেন ক্ষমতার অপব্যবহার, সীমাহীন অনিয়ম-দুর্নীতি। তিনি দলীয় নেতাকর্মী ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে গড়ে তুলেছিলেন একটি সিন্ডিকেট। দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপপরিচালক জাহিদ কালাম বলেন, দীপংকর তালুকদারের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

সমকাল

ভরপুর ফলনেও কাঁদছেন চাষি, পাশে নেই কেউ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে কৃষক পরিবারের সংখ্যা ১ কোটি ৬৫ লাখ। এর প্রায় ৮৪ শতাংশ প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষক। এই অসংগঠিত কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্য দাম কীভাবে পাবেন? সেই আলোচনা দীর্ঘদিনের, তবে সমাধানে নেই আলোর দেখা। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের অনেক সংস্থা থাকলেও তাদের নেই কার্যকর পদক্ষেপ।

প্রতিযোগিতামূলক দরে সাধারণ মানুষের পণ্য ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে দেশে রয়েছে প্রতিযোগিতা কমিশন। সেই প্রতিযোগিতা কমিশনের এ বিষয়ে কোনো পরিকল্পনাই নেই। বাজার পরিদর্শন পর্যন্তই থেমে আছে কমিশনের কাজ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতিযোগিতা কমিশনের সব পরিচালক একযোগে পদ ছাড়েন। এর পর থেকে এই কমিশনের কাজ থমকে গেছে।

মানবজমিন

সিলেটে রিজেন্ট কাণ্ডে তোলপাড়

অনেকদিন ধরে সিলেটের রিজেন্ট পার্ক ও রিসোর্টের বিরুদ্ধে অভিযোগ। অসামাজিকতা চলছে পার্কের ভেতরে থাকা ১৫টি কক্ষে। বাইরে থেকে     ছেলে-মেয়েরা সেখানে অবাধ মেলামেশা করে। গ্রামের ভেতরে পার্কে এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। রোববার বিকালে তারা এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন। কয়েকশ’ মানুষ গিয়ে রিজেন্ট পার্কের ভেতরে হানা দেন। আটক করেন ৮ প্রেমিক জুটিকে। তাদের মধ্যে অনেকেই স্কুল-কলেজের শিক্ষার্থী। পরে অভিভাবক ডেকে এনে তারা বিয়েও দিয়ে দিয়েছেন। তবে; বিয়ের বিষয়টি এড়িয়ে গেছে পুলিশ। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। সিলেট শহরতলীর মোগলাবাজার এলাকায় রিজেন্ট পার্ক ও রিসোর্টের অবস্থান। এটি প্রবাসী বিনিয়োগের একটি প্রকল্প। নানা সময় এই পার্কটি আলোচনা এসেছে। কয়েক বছর আগেও পার্কের ভেতরে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে নানা বিষয় নিয়ে বিরোধ রয়েছে পার্ক কর্তৃপক্ষের। স্থানীয়রা জানিয়েছেন- পার্কের ভেতরে অসামাজিক কর্মকাণ্ড রুখতে  রোববার বিকালে কয়েকশ’ স্থানীয় জনতা হানা দেয়। এ সময় তারা পার্কের বিভিন্ন কক্ষ তল্লাশি করে অসলগ্ন অবস্থায় যুবতী-যুবতীকে দেখতে পান। এ সময় তারা ৮ জুটিকে আটক করেন।

দেশ রূপান্তর

জরায়ুমুখ-স্তন ক্যানসারে মৃত্যু ৫০%-এর বেশি

বাংলাদেশে প্রতি বছর ৮ হাজার ২৬৮ জন নারী নতুন করে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন এবং বছরে এ ক্যানসারে মারা যাচ্ছেন ৪ হাজার ৯৭১ জন। মৃত্যুর এ সংখ্যা নতুন আক্রান্ত রোগীর ৬০ শতাংশ। অন্যদিকে স্তন ক্যানসারে বছরে নতুন করে আক্রান্ত হচ্ছেন ১৩ হাজার ২৮ ও মারা যাচ্ছেন ৬ হাজার ৭৮৩ জন। মৃত্যুর এ সংখ্যা বছরে মোট স্তন ক্যানসার রোগীর ৫২ শতাংশ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপটি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সরকারের ‘এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনিং অ্যাট বিএসএমএমএমইউ’ প্রকল্প থেকে।

টিবিএস

এলএনজি আমদানির জন্য বাংলাদেশকে কম সুদে ৩৫ কোটি ডলার ঋণ গ্যারান্টির প্রস্তাব বিশ্বব্যাংকের

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য বাংলাদেশকে ৩৫ কোটি ডলারের ঋণ গ্যারান্টির প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। বর্তমান বৈদেশিক অর্থায়নগুলোর চেয়ে এই ঋণের শর্ত অনেকটাই সহজ হবে। এতে ২০২৫ সালজুড়ে দেশের দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির প্রয়োজন মেটাতে নতুন একটি দ্বার উন্মোচন হবে।

'রিভলভিং লেটার অব ক্রেডিট ফ্যাসিলিটি' নামে এই ঋণ গ্যারান্টির প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপের একটি সংস্থা- মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (মিগা)। সংস্থাটি পেট্রোবাংলার পক্ষে দেশি ও বিদেশি ব্যাংকগুলোর জারি করা এলসি বা ঋণপত্রে ১০০ শতাংশ গ্যারান্টি দেবে, যার সুবাদে নিরাপদ ও কার্যকরভাবে এলএনজি সরবরাহ নিশ্চিত হবে। 

কালের কণ্ঠ

রড বিক্রিতে ধস, ঝুঁকিতে ৭৫ হাজার কোটির বিনিয়োগ

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাবে নির্মাণকাজের প্রধান দুই উপকরণ রড বিক্রিতে ধস নেমেছে। আগের তুলনায় রডের দাম কমলেও বিক্রি কমেছে ৭০ শতাংশ। বিক্রি কমে যাওয়ায় উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে স্টিল উৎপাদনকারী কম্পানিগুলো। শুরুতে চাহিদা কমে যাওয়ায় রডের দাম অনেকটাই কমে এলেও এখন ডলারের মূল্যবৃদ্ধিতে কাঁচামাল আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় টনপ্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

যুগান্তর

বাড়ছে জনগণের ভোগান্তি

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত বাস্তবায়নে জনভোগান্তি বাড়ায় বিপাকে পড়েছে সরকার। এর প্রভাবে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য বেড়ে যাচ্ছে। বাড়ছে ব্যবসা খরচ, টাকার মান কমে যাচ্ছে। ফলে মূল্যস্ফীতির চাপ না কমে বরং আরও বেড়েছে। মূল্যস্ফীতির প্রভাবে ভোক্তার আয় কমায় পণ্যের বিক্রি কমে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে শিল্প ও ব্যবসাবাণিজ্য খাতে। পাশাপাশি শিল্পের খরচ বেড়ে গেছে। শিল্প টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে পড়েছে। পণ্যমূল্য বাড়ায় ভোক্তার ভোগান্তি বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ব্যবসায়ীরাসহ সাধারণ জনগণ। তারা শিল্প, ব্যবসাবাণিজ্য রক্ষা এবং জনজীবনে স্বাভাবিক অবস্থা ফেরাতে আইএমএফের শর্ত থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা ও ভোক্তার অনুকূল পরিবেশ তৈরির দাবি করেছেন।

বণিক বার্তা

ব্যর্থতায় রূপ নিতে চলেছে চীনা ঋণের আরেক বৃহৎ প্রকল্প

নির্মাণকাজ শেষে দাশেরকান্দি পয়োবর্জ্য শোধনাগার চালু হয় ২০২৩ সালের জুলাইয়ে। চীনা এক্সিম ব্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়িত প্রকল্পটিতে ব্যয় হয়েছে ৩ হাজার ৪৮২ কোটি টাকা। প্রকল্পের মোট ব্যয়ের ৭০ শতাংশের কাছাকাছি নির্বাহ হয়েছে এ ঋণ সহায়তার ভিত্তিতে। বিপুল অংকের ঋণে নির্মাণ হলেও দেশে চীনা ঋণে বাস্তবায়িত অন্যান্য প্রকল্পের মতো দাশেরকান্দি প্রকল্পটি থেকেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না। সংযোগ লাইন নির্মাণ না হওয়ায় এর আওতাভুক্ত এলাকার সিংহভাগেরই পয়োবর্জ্য পরিশোধন করা সম্ভব হচ্ছে না।

সমকাল

আওয়ামী লীগ নেতাদের ৫২ অবৈধ ভাটায় নতুন অংশীদার বিএনপি

‘বিকেবি’ ইটভাটার মালিক রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মবিন চৌধুরী। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠ এ ছাত্রলীগ নেতা ১৬ বছর দাপটের সঙ্গে চালিয়েছেন ভাটা ব্যবসা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভাটায় প্রকাশ্যে সরকারি বনাঞ্চলের গাছ-কাঠ পোড়ালেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পাহাড়ের মাটি সাবাড় করে তৈরি করেছেন লাখ লাখ ইট।

৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর আত্মগোপনে চলে যান ছাত্রলীগ নেতা মবিন। কিন্তু ভাটা ব্যবসা টিকিয়ে রাখতে নতুন ব্যবসায়িক অংশীদার হিসেবে নিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরীকে। তাঁকে সামনে রেখে পরিবেশ ধ্বংস করে চালিয়ে যাচ্ছেন অবৈধ ইটভাটা।

আজকের পত্রিকা

এয়ার পিউরিফায়ারে কর কমল ২৭ শতাংশ

এয়ার পিউরিফায়ার আমদানিতে ২৭ দশমিক ১০ শতাংশ কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কমেছে পণ্যটি আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্কও (সিডি)। শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ জানান, গতকাল সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এনবিআর জানায়, এয়ার পিউরিফায়ারের আমদানিতে ৩ শতাংশ রেগুলেটরি শুল্ক (আরডি) ও ৫ শতাংশ আগাম কর (এটি) প্রদান থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান মোট করভার ৫৮ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ৩১ দশমিক ৫০ শতাংশে নেমেছে।

মানবজমিন

গাজীপুরে রেহানা পরিবারের বিপুল সম্পদ অনুসন্ধানে দুদক

গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগানবাড়ির সন্ধান মিলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পরিবারের সদস্যদের। বিভিন্ন সময়ে কেনা এসব রিসোর্ট ও বাগানবাড়ি করা হয় অবসর সময় কাটানোর জন্য। সরকার পতনের পর কয়েকটি রিসোর্ট ও বাগানবাড়িতে বিক্ষুব্ধ মানুষের হামলার ঘটনাও ঘটে। যুক্তরাজ্যে রেহানাকন্যা টিউলিপের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ ওঠা এবং তার পদত্যাগের পর দেশেও রেহানা পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানে বিপুল পরিমাণ সম্পদের তথ্য মিলেছে।    

গাজীপুর মহানগরীর কানাইয়া। জয়দেবপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এলাকাটি। কাঁচা-পাকা রাস্তা আর সারি সারি গাছপালা। অনেকটা সবুজে ঘেরা এই কানাইয়ায় গড়ে উঠেছে শেখ হাসিনার ভাগ্নি ও সদ্য পদত্যাগ করা বৃটিশমন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে একটি বাগানবাড়ি। প্রায় ৩৫ বিঘার ওপর নির্মিত বাগানবাড়িতে কী নেই! বাংলো, পুকুর, হরেক রকমের ফুল ও ফলের গাছ। এর নামকরণও করা হয়েছে টিউলিপের নামে ‘টিউলিপ’স টেরিটরি’। 

সমকাল

কী চাইছে জামায়াত

ক্ষমতা হারানো আওয়ামী লীগ মাঠে না থাকায়, নতুন রাজনৈতিক সমীকরণে বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। শেখ হাসিনার শাসনামলে প্রকাশ্য রাজনীতির সুযোগ না পাওয়া দলটি ৫ আগস্টের পর দেশজুড়ে কর্মী সম্মেলন, সভা-সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। 

দুই যুগের মিত্র বিএনপির চেয়ে সংস্কার এবং স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান ভিন্ন, যা শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের সূত্রপাত করা ছাত্রনেতৃত্বের কাছাকাছি। ছাত্রনেতৃত্বের সঙ্গে জোটের কথা শোনা না গেলেও অন্য দলগুলোকে নিয়ে বিএনপির বিকল্প নির্বাচনী মোর্চা তৈরির চেষ্টা করছে জামায়াত।  

কালের কণ্ঠ

তথ্য লুকিয়ে পলকের আইটি পার্ক, গচ্চা ১১৩৩ কোটি

একসময়ের ধারদেনা করে চলা পলকের সম্পদ এখন শুধু দেশেই নয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও দুবাইয়েও তাঁর বিপুল সম্পদ এবং কয়েক হাজার কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পলকের প্রতারণার রহস্য ভেদ করতে একযোগে মাঠে নেমেছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা—বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি), পুলিশের সিআইডি। তবে পলকের প্রকল্পকেন্দ্রিক প্রতারণার জাল ভেদ করতেই হিমশিম খাচ্ছে তারা। লাভজনক বিনিয়োগ দেখিয়ে ভারতের জটিল ঋণে জেলা পর্যায়ে আইটি বা হাই-টেক পার্ক নির্মাণে (১২ আইটি) ২০১৭ সালে এক হাজার ৭৯৬ কোটি টাকা ব্যয়ে হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে দিয়ে প্রকল্প নেওয়ান পলক।

বণিক বার্তা

শীতের শেষে সবজির দাম বেড়ে গেলে রমজানে ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারে মূল্যস্ফীতি

সরবরাহ বাড়ায় বাজারে শীতকালীন সবজির দাম এখন পড়তির দিকে। দেশের প্রত্যন্ত এলাকাগুলোয় ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৫-৮ টাকায়। শহরাঞ্চলে তা ১০-২০ টাকার মধ্যে। একই সঙ্গে শিম, মুলা, আলু, বাঁধাকপি, পেঁপেসহ সব ধরনের সবজির দাম এখন কেজিতে ৩০-৪০ টাকার মধ্যে। যদিও শীতের আগে এসব বিক্রি হয়েছে কেজিপ্রতি ৮০ টাকার বেশিতে। সবজির দাম কমায় গত মাসে মূল্যস্ফীতিও কমে এসেছে। তবে শীতের শেষে বাজারে সরবরাহ কমে এলেও রমজানের কারণে এর মধ্যে কিছু সবজির চাহিদা থাকবে বেশি। এ অবস্থায় পণ্যগুলোর বাজার আবারো অস্থিতিশীল হয়ে ওঠার জোর আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে রমজানের আগেই মূল্যস্ফীতি আরো প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

যুগান্তর

গুমের তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা

গুমের শিকার ব্যক্তিদের গাড়ির সামনে ফেলে হত্যার চেষ্টা, গর্ভবতী নারীকে ধরে নিয়ে নির্যাতন এবং নবজাতককে মায়ের দুধ পান করতে দেওয়া হয়নি। লোমহর্ষক নির্যাতনের এমন আরও তথ্য উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। ১৫ বছরে গুম এবং হত্যা ও নির্যাতনের অধিকাংশ ঘটনা সিনেমার কাহিনিকেও হার মানায়। এসব ঘটনার সঙ্গে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্যরা জড়িত। পূর্বসূরিদের বাঁচাতে ৫ আগস্টের পরও ডিজিএফআইর তৎকালীন মহাপরিচালক আগের অপরাধের আলামত মুছে ফেলার চেষ্টা করেছে। মঙ্গলবার গুম কমিশনের প্রতিবেদনের দ্বিতীয় অংশ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রথম অংশ প্রকাশিত হয় গত ১৫ ডিসেম্বর। 

টিবিএস

ঢাকার হাসপাতাল সংস্কারে ও স্বাস্থ্যসেবা খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরামর্শ টাস্কফোর্সের

দেশের উন্নয়ন কৌশল পুনর্বিন্যাস করার লক্ষ্যে গঠিত টাস্কফোর্স স্বাস্থ্যসেবা খাতে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের সুপারিশ করেছে। একইসঙ্গে তারা ব্যাপক সংস্কারের জন্য ঢাকার একটি নির্দিষ্ট সরকারি হাসপাতাল নির্বাচন করার পাশপাশি, গ্রামের একটি সরকারি স্কুল ও কমিউনিটি ক্লিনিকে পাইলট প্রকল্প শুরু করার সুপারিশ জানিয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বরে সরকার বৈষম্যহীন ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য দেশের উন্নয়ন কৌশল পুনর্বিন্যাসের লক্ষ্যে ১২-সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে।

এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা / বিজিবি অনুমতি পেল টিয়ার শেল সাউন্ড গ্রেনেডের; আমেরিকার স্বর্ণযুগ শুরু হলো; অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের; আইনশৃঙ্খলা কমিটির সভা / পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক গোপন ভোটে; তারেক রহমান / দলে আনতে হবে আদর্শবান ও মেধাবীদের—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।