মতিঝিলে প্রেসমালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর ফকিরাপুলের গরমপানি গলিতে প্রেসের মালিক মো. রশীদ খলিফার (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, এটি আত্মহত্যা।
মঙ্গলবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে মতিঝিলের ফকিরাপুল গরমপানি গলির একটি বাসার তৃতীয় তলা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রশীদ খলিফার মামা মো. রোকন বেপারি ঢাকা পোস্টকে জানান, তিনি একটা প্রেসের মালিক ছিলেন। যেহেতু নিজের প্রেস সেহেতু দেরি করে অফিসে যেতেন। আজ প্রেসে না যাওয়ায় অফিসের কর্মচারীরা তার খোঁজে বাসায় আসেন। বাসায় এসে তাকে জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
‘রশীদ খলিফার মানসিক কিছু সমস্যা ছিল’ উল্লেখ করে তিনি আরও জানান, তার বাড়ী শরীয়তপুর জেলার পালং থানার গয়ঘর খলিফাকান্দি গ্রামে। তার বাবার নাম বারেক খলিফা (মৃত)। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
বিজ্ঞাপন
এ বিষয়ে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণদাস বৈরাগী ঢাকা পোস্টকে বলেন, ‘দুপুর আড়াইটায় খবর পেয়ে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তিনি মানসিক রোগী ছিলেন। চিকিৎসাও চলছিল। তিনি একজন প্রেসের মালিক। তবে কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন- সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।’
ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
এসএএ/এমএআর/