প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা-মাছ ‘নমুনা ডিম’ ছেড়েছে। মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জোয়ারের সময় জেলে ও মৎস্যজীবীরা রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের কিছু ডিম সংগ্রহ করেছেন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার পর হালদায় মা মাছ নমুনা ডিম ছেড়েছে বলে জেলেরা জানিয়েছেন। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হালদা নদীতে ডিম ছাড়ার আগে মা-মাছ ডিম ছাড়ার অনুকূল পরিবেশ আছে কি না তা যাচাই করতে অতি সামান্য ডিম ছাড়ে যাকে নমুনা ডিম বলে। আর আজ রাতেই সেটাই ছেড়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ডিম ফুটানোর জন্য ১২২টি কুয়া তৈরি করা হয়েছে। হালদা নদীর নয়াহাটসহ বেশ কয়েকটি স্থানে  নমুনা ডিম ছাড়ার সংবাদ পাওয়া গেছে। 
 
হালদা নদী থেকে ২০১৮ সালে ২২ হাজার কেজি এবং ২০১৯ সালে ১০ হাজার কেজি ডিম আহরণ করা হয়। আর ২০২০ সালে ২৫ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল। 

কেএম/এইচকে