ঘূর্ণিঝড় ইয়াস : কন্ট্রোল রুম খুলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় খুলনা বিভাগের মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগসহ সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম খুলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় খুলনার বিভাগীয় কমিশনার এবং এ বিভাগের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সাথে যোগাযোগ রক্ষাসহ সমন্বয় সাধনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন -৩ শাখায় (কক্ষ নং -১১৫ , ভবন নং -৩ , বাংলাদেশ সচিবালয় , ঢাকা, ফোন: ৯৫৪০৬৮২) কন্ট্রোল রুম খোলা হলো।
কন্ট্রোল রুমের দায়িত্বে যারা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা ) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, উপসচিব ( প্রশাসন -৩ শাখা ) রিপন চাকমা, প্রশাসনিক কর্মকর্তা (প্রশাসন -৩ শাখা) খোকন মিয়া এবং অফিস সহায়ক পূরণধন চাকমা।
বিজ্ঞাপন
এসএইচআর/এনএফ