ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং আদান প্রদানের সুবিধার্থে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি) সার্বক্ষণিক খোলা রয়েছে। বুধবার (২৬ মে) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৩০ মে পর্যন্ত ৯৫৪৫১১৫ এবং ৯৫৪৯১১৬ টেলিফোন নম্বরে যোগাযোগ করে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সম্পর্কিত তথ্য আদান-প্রদান করা যাবে।

ইয়াসের তাণ্ডবে ওডিশা-পশ্চিমবঙ্গে নিহত ৫

ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা ও পশ্চিমবঙ্গ প্রদেশে মূল আঘাতের আগেই অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে অন্তত পাঁচজন মারা গেছে। এই দুই প্রদেশে ভারী বর্ষণ এবং তীব্র বাতাস বইছে। বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ইয়াস শক্তি সঞ্চয় করে অতিপ্রবল রূপে ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশায় মূল আঘাত হানবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

বুধবার সকাল ৯টার দিকে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে আছড়ে পড়ে ওডিশায়। এতে এই প্রদেশে অন্তত দু’জন নিহত হয়েছেন। এর মধ্যে ওডিশার কিওনঝর জেলার পঞ্চপল্লী গ্রামে ঝড়ের তাণ্ডবে গাছ চাপা পড়ে একজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তা সরোজ কুমার দত্ত।

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি বাংলাদেশকে একটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছেন। রক্ষা করেছেন এ দেশের উপকূলীয় অঞ্চলের জানমাল এবং ফসল ও মাছের ঘেরকে। আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই।

এসএইচআর/এমএইচএস