রাজধানীর মুগদার মানিকনগর এলাকার একটি বাসা থেকে মো. নাঈম (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মরদেহ পাঠায় পুলিশ। 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন দিন আগে (২৭ জানুয়ারি) নাঈমের অটোরিকশাটি চুরি হয়ে যায়। অটোরিকশা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। 

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রানা বড়ুয়া বলেন, গতকাল রাতে ফ্যানের সঙ্গে গলায় ফিতা পেঁচানো ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে তার মরদেহ ময়নাতদন্তের ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে আইনি প্রক্রিয়ার চলমান রয়েছে বলেও জানান তিনি। 

নাঈমের বাড়ি ৬৯ নং পূর্ব মানিকনগর বালুর মাঠ গলিতে। তার বাবা মৃত দিলা মিয়া।

এসএএ/এমএসএ