সংসদ সদস্যদের বিশেষ প্রটোকল বাতিল করার প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নির্বাচন সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশ করে সরকার। চূড়ান্ত সুপারিশে এমন প্রস্তাব করা হয়েছে।

এর আগে গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কারের ৯ পৃষ্ঠার সুপারিশ জমা দেয়।

সংস্কার প্রস্তাবে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধার বিষয়ে বলা হয়েছে–

(ক) সংসদ সদস্যদেরকে শুল্কমুক্ত গাড়ি ও আবাসিক প্লট প্রদান বন্ধ করা এবং বিভিন্ন ধরনের ভাতা প্রদানের বিধান পর্যালোচনা ও সংশোধন করা।

(খ) একটি ‘সংসদ সদস্য আচরণ আইন’ প্রণয়নের মাধ্যমে সংসদ সদস্যদের বাৎসরিকভাবে সম্পদের হিসাব প্রদান এবং স্বার্থের দ্বন্দ্বের বিষয়গুলো ঘোষণা করা।

(গ) সংবিধান লঙ্ঘন করে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়নে জড়িত থাকার বিরুদ্ধে উচ্চ আদালতের আনোয়ার হোসেন বনাম বাংলাদেশ মামলার রায় কঠোরভাবে বাস্তবায়ন করা এবং সংসদ সদস্যদেরকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উপদেষ্টার পদ থেকে অপসারণ করা।

(ঘ) সংসদ সদস্যদের জন্য বিশেষ প্রটোকলের অবসান করা।

এ ছাড়া সংসদের ডিপুটি স্পিকার বিরোধী দল থেকে মনোনীত করার বিষয়েও প্রস্তাব করা হয়েছে।

এসআর/এসএসএইচ