বিসিএস পরীক্ষা–নিয়োগ দেড় বছরে শেষ করার সুপারিশ
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
বিসিএস পরীক্ষা–নিয়োগ দেড় বছরে শেষ করার সুপারিশ
৪১তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় সাড়ে চার বছর। আর ৪৩তম বিসিএসের ক্ষেত্রে সময় লেগেছে চার বছর দুই মাস। শুধু এ দুটি বিসিএস নয়, বছরের পর বছর ধরেই কমবেশি এমন দীর্ঘসূত্রতা চলে আসছে। এ পরিস্থিতিতে দেড় বছরের মধ্যেই বিসিএস পরীক্ষা শেষ করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
বিজ্ঞাপন
কমিশনের সুপারিশে বলা হয়েছে, বিসিএস পরীক্ষা শেষ করতে হবে এক বছরের মধ্যে। বাকি প্রায় ছয় মাসে চূড়ান্ত ফল প্রকাশ ও নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। এ জন্য প্রিলিমিনারি, লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা বছরের কোন সময়ে হবে, তারও একটি বার্ষিক পঞ্জিকা বা ক্যালেন্ডার নির্ধারণ করে দিয়েছে কমিশন। বিসিএস পরীক্ষার পাঠ্যসূচিতেও বড় পরিবর্তন আনার সুপারিশ এসেছে। এ ছাড়া বিদ্যমান সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) পুনর্গঠন করে তিনটি পিএসসি করার প্রস্তাব করা হয়েছে।
সমকাল
অভিযানে গেলে নাকাল, উভয় সংকটে পুলিশ
অপরাধী ধরতে অভিযানে নেমে শান্তিতে নেই পুলিশ। কোথাও হচ্ছে হামলা, কোথাও পড়তে হচ্ছে বাধার মুখে। ঘেরাও করে আসামি ছিনিয়ে নেওয়া, থানা ভাঙচুরের উদাহরণও আছে। দেশের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটছে একের পর এক। এসব কারণে অপরাধ দমনে কঠোর হতে পারছে না এ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত থেকেও কোনো কোনো সময় বনে যাচ্ছে নীরব দর্শক। আবার কখনও বিশৃঙ্খল পরিস্থিতি শেষ হওয়ার পর ঘটনাস্থলে ছুটছেন পুলিশ সদস্যরা। পুলিশের যখন এ পরিস্থিতি, তখন সেবাপ্রার্থীরাও পড়ছেন দোটানায়। জনমনে দেখা দিচ্ছে নানা প্রশ্ন। সব মিলিয়ে পুলিশ যেন এখন ‘শাঁখের করাত’!
বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও জনমনে উদ্বেগ রয়ে গেছে। এ পটভূমিতে শারীরিক ও মানসিকভাবে আক্রমণের শিকার হওয়ার পর সংকট কাটিয়ে উঠতে পুলিশকে বেশ বেগ পেতে হচ্ছে। ‘দলবদ্ধ রোষ’-এর নামে যারা আইন প্রয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
যুগান্তর
আর মাত্র চারদিন পর বিশ্ব ভালোবাসা দিবস-ভ্যালেন্টাইন’স ডে। সঙ্গে ঋতুরাজ বসন্তবরণে আনন্দে মেতে উঠবে সব বয়সের মানুষ। সেদিন বাসন্তী ও লাল রঙের শাড়িতে তরুণীরা সাজবে বাহারি রঙের ফুল দিয়ে। ভালোবাসার মানুষকে দেবে লাল গোলাপ। বাহারি রঙের ফুলে ভরে উঠবে চারদিক। এছাড়া কিছুদিন পরই ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ দিবস। সেদিনও শহিদদের স্মরণে সবার হাতে থাকবে ফুল। আর এই তিন দিবস ঘিরে কৃষক পর্যায় থেকে শুরু করে পাইকারি ও খুচরায় জমজমাট হয়ে উঠেছে ফুল বাণিজ্য। সংশ্লিষ্টরা বলছেন, দিবসগুলো ঘিরে প্রায় ৩০০ কোটি টাকার ফুল বাণিজ্য হবে।
প্রথম আলো
ভারী শিল্পের রাজধানী চট্টগ্রামের সীতাকুণ্ড
পাহাড়ঘেরা সীতাকুণ্ডের ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। চট্টগ্রাম শহর থেকে এই মহাসড়ক ধরে এগিয়ে যেতে ডান পাশে একের পর এক ভারী শিল্প। যার মধ্যে রয়েছে সিমেন্ট, রড, ঢেউটিন, ইস্পাত, কনটেইনার ডিপো, গাড়ি সংযোজন, কাচসহ ভারী শিল্পের বহু কারখানা। বাঁ পাশে সাগর উপকূলে তাকালে চোখে পড়ে পুরোনো জাহাজের ফানেল বা চিমনি। এখানেই গড়ে উঠেছে দেশের একমাত্র জাহাজভাঙা শিল্প। এলপি গ্যাসের একাধিক কারখানাও রয়েছে মহাসড়কের দুই পাশে। এত এত শিল্প এক উপজেলায়, যেন এটি ভারী শিল্পের রাজধানী।
বণিক বার্তা
ছয় মাস ধরে শিক্ষা খাতের বড় সিদ্ধান্তগুলো মবকে ঘিরে
গণ-অভ্যুত্থান পরবর্তী ছাত্র-জনতার অন্যতম প্রত্যাশা ছিল শিক্ষা খাতে বড় সংস্কার। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ছয় মাস পার হলেও তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি। এমনকি রাষ্ট্রের অন্যান্য খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ছয়টি কমিশন গঠন করা হলেও গুরুত্বপূর্ণ এ খাতটি অবহেলিতই রয়ে গেছে। অনেক প্রতিষ্ঠানে এখনো ফেরেনি শিক্ষার পরিবেশ। এর পরও যেসব সিদ্ধান্ত এখন পর্যন্ত এসেছে তার বেশির ভাগই নেয়া হয় মবের মুখে বাধ্য হয়ে। এর মধ্যে অনেকগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
আজকের পত্রিকা
ভূতাপেক্ষ পদোন্নতির তালিকায় বঞ্চনা নিরসন কমিটির সদস্যসচিবও
সরকারের শীর্ষ তিন পদসহ চুক্তিতে সিনিয়র সচিব পদে থাকা ১৫ জনের মধ্যে ১১ জনকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। সচিব পদে পদোন্নতি পাওয়া ১১৯ জনের মধ্যে ৫০ জনই ১৯৮২ সালের ব্যাচের। ১৯৮২ ব্যাচের কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান ‘বঞ্চনা নিরসন কমিটি’র সদস্যসচিবের দায়িত্বে ছিলেন।
নিজের কমিটির সুপারিশের আলোকে মোখলেস উর রহমান সচিব পদে পদোন্নতি পেয়েছেন। প্রশ্ন উঠেছে তাঁরই ব্যাচ থেকে ৫০ জনের পদোন্নতি পাওয়া নিয়েও। বঞ্চনার প্রতিকারবিষয়ক কমিটিতে থেকে নিজের নাম সুপারিশ করাকে স্বার্থের দ্বন্দ্ব হিসেবেই দেখছেন কোনো কোনো কর্মকর্তা।
কালের কণ্ঠ
রোজা ঘিরে পর্যাপ্ত পণ্য আমদানি
পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১৮ দিন বাকি। রমজানে দেশে চাহিদা ব্যাপকভাবে বাড়ে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলসহ নানা পণ্যের। এসব পণ্যের চাহিদার জোগান দিতে প্রস্তুতি নেন ব্যবসায়ীরা। এবারও ঠিক তা-ই হচ্ছে।
অনেক আগে থেকেই রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এবার রমজান ঘিরে জানুয়ারি মাসে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে, যা অনেক ক্ষেত্রে পুরো রোজার মাসের চাহিদার সমান। কিছু ক্ষেত্রে আমদানি রোজার চাহিদাকেও ছাড়িয়ে গেছে। চলতি মাসে আরো আমদানি হবে।
প্রথম আলো
সংস্কার কমিশন: পুলিশে দুর্নীতির ৯ খাত চিহ্নিত
পুলিশ সদস্যদের দুর্নীতি ও অবৈধ অর্থ উপার্জনের ৯টি খাত চিহ্নিত করেছে পুলিশ সংস্কার কমিশন। ধীরে ধীরে নিয়োগ ও বদলি–বাণিজ্য, চাঁদাবাজিসহ এসব দুর্নীতির মূলোৎপাটন করতে বিশেষ টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছে কমিশন।
পুলিশ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি গত শনিবার পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন।
আরও পড়ুন
সমকাল
এক কেজি লবণের উৎপাদন খরচ ৮ দশমিক ৭৫ টাকা। চাষি বেচছেন ৬ টাকায়। মধ্যস্বত্বভোগীর কাছ থেকে মিলার কিনছেন ৮ দশমিক ৫০ টাকায়। প্রক্রিয়ার পর উৎপাদন খরচ দাঁড়ায় ২৪-২৫ টাকা। বাজারে খুচরা বেচা হয় ৪০ থেকে ৪৫ টাকায়। অথচ গত বছর চাষি লবণ বেচেছেন ১০ টাকা কেজিতে। এ বছর দাম কমার পেছনে অসাধু ব্যবসায়ীদের কারসাজি লক্ষ্য করা যাচ্ছে।
বণিক বার্তা
দামে ঊর্ধ্বমুখী এলএনজি দিয়ে লোডশেডিং কমানোর পরিকল্পনা সরকারের
আন্তর্জাতিক বাজারে গত আট মাসে কয়লার দাম কমেছে প্রায় ১৭ শতাংশ। একই সময়ে স্পট মার্কেটে প্রায় ১৮ শতাংশ বেড়েছে এলএনজির দাম। অথচ আসন্ন রমজানে ঊর্ধ্বমুখী জ্বালানিটি দিয়েই বিদ্যুৎ ঘাটতি মোকাবেলার পরিকল্পনা করছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। তাই অতিরিক্ত এলএনজি কার্গো কিনে রাখতে চায় সরকার।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন রমজানে বিদ্যুতের চাহিদা তৈরি হবে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। এ সময় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় গ্যাস সরবরাহ দেয়ার পরিকল্পনা করা হয়েছে দিনে ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে সরবরাহ হচ্ছে দৈনিক ৯০০ মিলিয়ন ঘনফুটের মতো। অতিরিক্ত ৩০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হবে এলএনজি আমদানি করে। এ কারণে শুধু রমজানের জন্য বাড়তি চার কার্গো এলএনজি কেনার অতিরিক্ত প্রাক্কলন করেছে জ্বালানি বিভাগ।
কালবেলা
সহজ নিয়মের ফায়দা লুটছে স্বাস্থ্য মাফিয়া
গোড়াতেই গলদ থাকায় স্বাস্থ্য খাতের কেনাকাটায় বেশুমার দুর্নীতি হচ্ছে। শুধু ‘ট্রেড লাইসেন্স’ দিয়ে নামসর্বস্ব কাগুজে ঠিকাদারি প্রতিষ্ঠান করে অংশ নেওয়া যায় জীবন রক্ষাকারী ওষুধ ও রোগ নির্ণয়ের সরঞ্জাম সরবরাহের দরপত্রে। আর এই সুযোগ ঘুরেফিরে নির্দিষ্ট কিছু ‘মাফিয়া’ গোচরের লোক কাজ পায় স্বাস্থ্য খাতে। তাদের কাছে ভয়াবহভাবে জিম্মি হয়ে থাকে পুরো স্বাস্থ্য খাত। সরকার যায়, সরকার আসে, মন্ত্রী, সচিব, ডিজির বদল হয়; কিন্তু ভয়ানক মাফিয়ারা থেকেই যায়। তারা শুধু কাগুজে প্রতিষ্ঠানের নাম বদল করে। বাসার কাজের বুয়া, গার্ড, অফিস পিয়ন, কাছের-দূরের আত্মীয় বিভিন্ন নামে ট্রেড লাইসেন্স করে হাজার হাজার কোটি টাকার কাজ বাগিয়ে নেয়। এ ক্ষেত্রে নির্দিষ্ট ঘুষ ও কমিশনের বিনিময়ে তাদের সহযোগিতা করে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অসাধু একটি চক্র। কোনো কর্মকর্তা তাদের বিরুদ্ধে গেলে তাকে সংশ্লিষ্ট দপ্তর ছাড়তে হয় নানা অপমানের দায় নিয়ে। এই চক্রটি এতই শক্তিশালী যে দুর্নীতি দমন কমিশন (দুদক), গোয়েন্দা সংস্থা, মন্ত্রণালয় কিংবা অন্য কোনো প্রশাসনও তাদের কিছুই করতে পারে না। স্বাস্থ্য খাতে ঠিকাদার সিন্ডিকেট নিয়ে অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে।
যুগান্তর
সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনার টেবিলে সমাধান খুঁজবে রাজনৈতিক দলগুলো। এর আগে তারা নিজ নিজ দলীয় ফোরামে এসব সুপারিশ নিয়ে আলোচনা-পর্যালোচনা করবে। কমিশনের কোন কোন সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, তা তুলে ধরবে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি যে বিষয়গুলো নির্বাচিত সরকার করবে, সেগুলোয়ও সুস্পষ্ট মতামত দেবেন নেতারা। বিশেষ করে সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাত দিতে নেতারা আরও চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন। বিষয়টি তারা নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দেওয়ার কথা বলেছেন।
প্রথম আলো
প্রবাসী আয়ের শীর্ষ পাঁচে ইসলামী, সোনালী, ব্র্যাক, ট্রাস্ট ও অগ্রণী ব্যাংক
দেশে সর্বশেষ গত জানুয়ারিতে যত প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে তার প্রায় অর্ধেক বা ৪৫ শতাংশই এসেছে পাঁচটি ব্যাংকের মাধ্যমে। ব্যাংক পাঁচটি হচ্ছে—ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও অগ্রণী ব্যাংক। এই পাঁচ ব্যাংকের মাধ্যমে গত জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় ৯২ কোটি মার্কিন ডলার, যা ওই মাসে আসা মোট প্রবাসী আয়ের ৪২ শতাংশ। জানুয়ারিতে দেশে মোট প্রবাসী আয় এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ডলার। প্রবাসী আয়–সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে প্রবাসী আয়ের দিক থেকে উল্লিখিত পাঁচ ব্যাংকের মধ্যে তিন ব্যাংকের অবস্থানের অদলবদল ঘটেছে। গত ডিসেম্বরে প্রবাসী আয় আনার দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক। ওই মাসে অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছিল ২৬ কোটি ৪৮ লাখ ডলার। জানুয়ারিতে এসে অগ্রণী ব্যাংক পঞ্চম অবস্থানে নেমে গেছে। জানুয়ারিতে অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে সাড়ে ১৩ কোটি ডলার। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় আসা প্রায় অর্ধেক কমে গেছে।
বণিক বার্তা
গণ-অভ্যুত্থানে সবচেয়ে সুবিধাভোগী প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচ
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জনপ্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়। বিগত সরকারের আমলের সুবিধাভোগীদের বাদ দিয়ে যারা বঞ্চিত তাদের পদায়ন করা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পদে। তবে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার আসার পর প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তারাই সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগগুলোর শীর্ষ পদে তাদেরই পদায়ন করা হয়েছে বলে অভিযোগ। সর্বশেষ গতকাল সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পান ১১৯ জন। এর মধ্যে ৩৫ জনই প্রশাসন ক্যাডারে ৮২ নিয়মিত ব্যাচের সদস্য।
কালের কণ্ঠ
মূল্যস্ফীতি, আর্থিক খাতের শৃঙ্খলায় অগ্রাধিকার
মূল্যস্ফীতির পাশাপাশি আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ঘনীভূত হওয়ার আগেই শ্রমিক অসন্তোষ প্রশমিত করা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা প্রয়োজন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে ‘বাংলাদেশের অর্থনীতি : সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়’ নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরার সময় এই বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে।
আজকের পত্রিকা
১৫ বছরে পুলিশে অপরাধের শাস্তি পৌনে তিন লাখ
পেশাদার বাহিনীর সদস্য হয়েও অপেশাদার কাজে জড়িয়ে গত ১৫ বছরে বাংলাদেশ পুলিশের সদস্যরা প্রায় পৌনে তিন লাখ সাজা পেয়েছেন। সাজা পাওয়া পুলিশ সদস্যের সংখ্যা দুই লাখের কিছু বেশি। তাঁদের কেউ লঘুদণ্ড, কেউ পেয়েছেন গুরুদণ্ড। অন্তর্বর্তী সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিশন মনে করে, আচরণগত পরিবর্তনের জন্য শাস্তি দিয়ে পুলিশের এত সদস্যের মধ্যে শুধু ক্ষোভ সৃষ্টি করা হয়েছে।
পুলিশ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত শনিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে। গত ১৫ বছরে বাংলাদেশ পুলিশের অভিযুক্ত সদস্যদের পদমর্যাদা ও অপরাধের মাত্রা অনুযায়ী কখনো পুলিশ সদর দপ্তর, আবার কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় লঘুদণ্ড ও গুরুদণ্ড দিয়েছে।
প্রথম আলো
কানাডার নাগরিকত্ব রেখেই ডব্লিউএইচওতে যান সায়মা
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের পাশাপাশি কানাডারও নাগরিক। যদিও তিনি বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, মনোনয়নকালে তিনি কানাডার নাগরিক ছিলেন।
দ্বৈত নাগরিকত্ব চেয়ে আবেদন করে সনদ নেওয়া যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সায়মা ওয়াজেদ সেই সনদ নেননি। ফলে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না, তিনি দ্বৈত নাগরিক কি না। যদিও ২০০৮ সালের এক প্রজ্ঞাপন অনুযায়ী কানাডার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ নেওয়া বাধ্যতামূলক নয়।
এছাড়া সারা দেশে প্রথম দিনই গ্রেপ্তার সহস্রাধিক; ৩২ নম্বরের বেজমেন্টে মেলেনি কিছুই; মে-জুনের মধ্যেই ভোটের পূর্ণ প্রস্তুতি শুরু ইসির; সরকারকে সাধুবাদ দিলেন মির্জা ফখরুল; ২৫ কর্মকর্তার লকার খুঁজতে গিয়ে অভিযানে কিছুই পায়নি দুদক—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।