বলাৎকারের কথা লুকাতে পরকালের ভয় দেখাতেন মাদরাসা শিক্ষক
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর একটি মাদরাসায় দুই শিশুকে বলাৎকারের অভিযোগে আজিজুর রহমান আজিজ (২৬) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। আজিজুর রহমান আজিজ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার আব্দুস সালামের ছেলে।
বিজ্ঞাপন
ওসি বলেন, আজিজকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পাহাড়তলী থানার আব্দুল আলী নগর দারুস সুন্নাহ্ আল ইসলামীয়া মাদরাসায় হেফজ বিভাগে শিক্ষকতা করছিলেন হাফেজ আজিজুর রহমান আজিজ।
বিজ্ঞাপন
পুলিশ বলছে, আজিজ মাদরাসার অফিস রুমে নিয়ে শিশুদের বলৎকার করত। এরপর বলত- এগুলোর (বলাৎকার) কথা কাউকে বললে পরকালে জাহান্নামী হবে৷ এছাড়া মারধরের ভয়ও দেখাতেন আজিজ। পরে দুই শিশু তাদের অভিভাবকদের এসব কথা বলে দেয়।
ওসি হাসান ইমাম বলেন, বুধবার (২৬ মে) মাদরাসায় অধ্যয়নরত দুই শিশুর অভিভাবক থানায় এসে আজিজের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ বুধবার রাতে আজিজকে গ্রেফতার করে।
কেএম/এনএফ