ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি সাদ গ্রেপ্তার
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আদনান খান সাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, খিলগাঁও থানার একটি মামলায় দক্ষিণ বনশ্রী এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আদনান খান সাদকে গ্রেপ্তার করা হয়।
খিলগাঁওয়ের বাসিন্দা মো. হিরার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ১৬ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় মামলাটি রেকর্ড হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বাদীকে গুরুতর রক্তাক্ত, জখম, চুরি, চাঁদা দাবি, চাঁদা গ্রহণসহ হুকুম দেওয়ার অপরাধে গ্রেপ্তার আসামি সাদসহ আওয়ামী লীগ, আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জন নেতাকর্মী ও সশস্ত্র ক্যাডার বাহিনীর বিরুদ্ধে তিনি মামলাটি করেন।
বিজ্ঞাপন
এদিকে গত সোমবার দিনগত রাত ২টার দিকে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে এই মামলার আরেক আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহানকে গ্রেপ্তার করা হয়।
জেইউ/জেডএস