চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রামদা হাতে এক যুবলীগ নেতার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে এলে মো. শাহজাহান (৩৯) নামে ওই যুবলীগ নেতাকে আটক করা হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শাহজাহান উপজেলার শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত বশির আহম্মদের ছেলে এবং উপজেলা যুবলীগের সহ-সম্পাদক।

এর আগে সোমবার সকালে শিকলবাহা এলাকায় এক জমি দখলের চেষ্টার সময় শাহজাহানকে রামদা হাতে দৌঁড়ে আসতে দেখা যায়। ১০ সেকেন্ডের এই ভিডিওতে রামদা হাতে দৌড়ে এসে তাকে বলতে শোনা যায়, ‘রাস্তা বন্ধ কর, রাস্তা বন্ধ কর।’

ভিডিওটি আপলোড করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঢাকা পোস্টকে বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার শাহজাহানকে নগরের চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। 

এমআর/এমজে