রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান, জাতিসংঘ এবং দাতা দেশগুলোকে নিয়ে বিস্তৃত পরিসরে একটি রোডম্যাপ তৈরিতে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ মার্চ) আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মালয়েশিয়ার কূটনীতিক ওথমান হাশিম পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাতে গেলে তিনি এ বিষয়ে জোর দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ায় কূটনীতিক ওথমান হাশিমকে অভিনন্দন জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, তার মেয়াদে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন পথ তৈরি করবে। 

তৌহিদ হোসেন বিশেষ দূতকে জানান, রাখাইনে আসন্ন দুর্ভিক্ষের মুখে জাতিসংঘের নেতৃত্বে একটি মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার বিষয়ে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করছে, যা রাখাইন রাজ্যে স্থিতিশীলতা আনতে অবদান রাখতে পারে। উপদেষ্টা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে আসিয়ানের দেশগুলোর এর প্রভাব পড়বে উল্লেখ করে উপদেষ্টা বিশেষ দূতকে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের চ্যালেঞ্জ সমাধানে আসিয়ানের আরও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অবদান রাখতে হবে।

বিশেষ দূত রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সমন্বিত প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন। রোহিঙ্গা সমাধান না করা গেলে আসিয়ান দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন তিনি।

এনআই/এমএন