মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

বিএসআরএম গভীর নলকূপ দ্বারা পানি উত্তোলনের ফলে সুপেয় পানির সংকটে পড়েছে মীরসরাইবাসী। তাই গভীর নলকূপ থেকে পানি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মীরসরাইয়ের মানুষ।

রোববার (৩০ মে) মীরসরাই বিএসআরএম গেটের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বারইয়ারহাট পৌরসভা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। 

এ সময় তিনি বলেন, শিল্পকারখানার বাংলাদেশে প্রয়োজনীয়তা আছে। তবে মীরসরাইয়ে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলো বঙ্গবন্ধু শিল্পপার্কে স্থানান্তর করা হোক। বিএসআরএম যেন একবছরের ভেতরে বঙ্গবন্ধু শিল্পপার্কে স্থানান্তরিত হয়ে যায়। কারখানার গভীর নলকূপের কারণে আশপাশের এলাকার মানুষ পানির জন্য কষ্ট করছে। 

তিনি বলেন, বিএসআরএম কারখানায় অনেক পানি লাগে। তাদের কথা ছিল এই পানি ফেনী নদী থেকে পাইপলাইনের মাধ্যমে আনবে। তারপর কারখানায় এই পানি ব্যবহার করবে। তারা সরকারকে ফাঁকি দিয়েছে। তারা মীরসরাইবাসীকে ফাঁকি দিয়েছে। তারা কারখানায় গভীর নলকূপ স্থাপন করেছে ১০ থেকে ১২টি। নলকূপ থেকে পানি উত্তোলন করে ব্যবহার করছে। এতে মীরসরাইয়ের বিভিন্ন  এলাকার মানুষ নলকূপে পানি পাচ্ছে না। খাবার পানি পাচ্ছে না মীরসরাইবাসী।

মোশাররফ বলেন, বিএসআরএম কারখানার পেছনে যে বন ছিল তা বন কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে দখল করে ফেলেছে তারা। এলাকায় যে ছড়া ছিল, যা দিয়ে পানি আসত তাও বন্ধ করে দিয়েছে বিএসআরএম। তাই বিএসআরএম কারখানাটি দ্রুত বঙ্গবন্ধু শিল্পপার্কে নেওয়ার আহ্বান জানাচ্ছি। 

তিনি বলেন, কারখানার জন্য মীরসরাইবাসী পানি পাবে না, এটা হতে পারে না। সুতরাং, ফেনী নদী থেকে কারখানায় পানি আনার ব্যবস্থা করেন। এক সপ্তাহের মধ্যে গভীর নলকূপগুলো বন্ধ করে দেবেন। আমি মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি সাহেবকে বলব আপনারা একসপ্তাহ পরে কারখানা পরিদর্শন করে দেখবেন, তারা গভীর নলকূপ বন্ধ করছে কি না। যদি বন্ধ না করে তাহলে আপনারা সিল করে দেবেন। যদি সিল না করেন, তাহলে জনগণকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করে গভীর নলকূপ সিল করে দেব। যাতে আমাদের জনগণ পানির জন্য আর কষ্ট না করে। মানুষ খাওয়ার পানি পাচ্ছে না। মানুষকে বাঁচাবার জন্য এই গভীর নলকূপ বন্ধ করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, গভীর নলকূপ সরাতে হবে, না হলে বিএসআরএম ফ্যাক্টরি বন্ধ করতে হবে। মানববন্ধনে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ মীরসরাইয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

কেএম/এইচকে/জেএস