এসএসসি-৯৯ ঢাকা ব্যাচের উদ্যোগে প্রয়াত বন্ধুদের মাগফেরাত কামনা ও অসুস্থ বন্ধুদের সুস্থতা চেয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকার একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমিটির সভাপতি লায়ন রবিন খান।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, শেম সুমন, শরিফুল ইসলাম, হোসেন চৌধুরী, খলিল, মুমিনুর রহমান, আবুল কালাম আজাদ,মাইদুল ইসলাম, নয়ন মোহাম্মদ হোসেন, আবুল, সুজন আহমেদ নোভেল মীর, কাজী লিটু জাকির হোসেনসহ আরও অনেকে। 

অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের মাগফেরাত কামনা করে অসুস্থ বন্ধুদের দ্রুত সুস্থতা লাভের জন্য দোয়া করা হয়।

এমএএস