বিইআরসি চেয়ারম্যান
জেট ফুয়েলের মূল্য নির্ধারণের প্রস্তাব নেওয়া হবে ৭ এপ্রিল পর্যন্ত
আগামী ৭ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্টদের কাছ থেকে জেট ফুয়েলের মূল্য নির্ধারণের প্রস্তাব গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
রোববার (২৩ মার্চ) বিইআরসি আয়োজিত জেট ফুয়েলের মূল্য নির্ধারণ বিষয়ক গণশুনানি শেষে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিইআরসি চেয়ারম্যান বলেন, প্রথমবারের মতো তরল জ্বালানির মূল্য নির্ধারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে, যা এক নতুন উদ্যোগ। একটি বিষয় উঠে এসেছে যে, জ্বালানি তেলের মূল্য লিটারে ১০ থেকে ১৫ টাকা কমানো যায়, তা হলে কমানো হচ্ছে না কেন? একদিক দিয়ে এটা সত্য যে, দাম কমানো সম্ভব যদি ট্যাক্স-ভ্যাট বাদ দিয়ে দেওয়া হয়।যেটা সরকার পেয়ে থাকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য কমানোর প্রবিধানের কাজ ২০১২ সাল থেকেই চলছে। সর্বশেষ ২০২৩ সালেও তা অনুমোদনের জন্য মিনিস্ট্রিতে পাঠানো হয়। অনুমোদন পেয়ে গেলে আইনগতভাবে আর কোনো সমস্যা থাকবে না। তবে বিইআরসির সক্ষমতা, সামর্থ্য বাড়াতে হবে। এবং একইসঙ্গে বিইআরসির উপর অর্পিত যে দায়িত্ব, তা সঠিকভাবে পালন করতে হবে।
ওএফএ/জেডএস