চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকো পার্কের জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা হয়েছে৷ এতে আটজন আহত হয়েছেন। আর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

সোমবার (৩১ মে) এ ঘটনা ঘটে। চট্টগ্রাম রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন শামীম ঢাকা পোস্টকে বলেন, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। এ ঘটনায় রাঙ্গুনিয়া কোদালা বন বিট কর্মকর্তা হাসানুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

হামলায় আহত রাঙ্গুনিয়া বন বিভাগের রেঞ্জ অফিসার মাসুম কবির (৪৫) ও এফজি মোহাম্মদ ইসমাইল হোসেনকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিরা হলেন- জ্যোতির্ময় বড়ুয়া (৩০),  আনোয়ার হোসেন (৫০), ইকবাল হোসেন (২৭), আব্দুল হাই (৪৫), মোহাম্মদ সাইফুল ইসলাম (৩২) ও মোহাম্মদ মাসুম (২৮)। 

এএসপি আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি কিছু লোক শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকোপার্কের জায়গার মধ্যে অবৈধভাবে দুইটি ঘরে নির্মাণ করেন। আজ সকাল ১১টার পরে বনবিভাগের কর্মকর্তারা অবৈধ ঘর দুটি উচ্ছেদ করতে যান। এ সময় অবৈধ দখলদাররা তাদের বাধা দেন। এক পর্যায়ে অবৈধ দখলদাররা মিলে বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা করেন। হামলায় বন বিভাগের আটজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কেএম/আরএইচ