প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

অর্ধেক বেতন পরিশোধেও পিছিয়ে অনেক পোশাক কারখানা

সরকার নির্ধারিত সময়ের মধ্যে তৈরি পোশাকশিল্পের সব কারখানা শ্রমিকের ঈদ বোনাস দেয়নি। চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধেও পিছিয়ে আছে অনেক কারখানা। এর বাইরে বন্ধ থাকা কয়েকটি কারখানার বেতন-ভাতা ও ক্ষতিপূরণ পরিশোধ নিয়ে আগে থেকেই সমস্যা চলছে।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং শিল্প পুলিশের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

ঈদের আগে শ্রম পরিস্থিতির পাশাপাশি শিল্প খাতের শ্রমিকদের বেতন–বোনাস ও ছুটি–সংক্রান্ত বিষয় পর্যালোচনার জন্য ১২ মার্চ সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বৈঠক করেন। ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের এই সভায় সিদ্ধান্ত হয়, শ্রমিকদের বকেয়া বেতন, বোনাসসহ সব পাওনা ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। মালিকপক্ষকে চলতি মার্চ মাসের অন্তত ১৫ দিনের বেতনও দিতে হবে। এর পাশাপাশি রপ্তানি প্রণোদনার দুই হাজার কোটি টাকা ছাড় করেছে সরকার।

কালের কণ্ঠ

ঈদের ছুটিতে ব্যাংক ডাকাতির ভয়

চারদিকে মারামারি, গোলাগুলি, ডাকাতি ও ছিনতাইয়ের খবর। এখনো স্বাভাবিক হয়নি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। এরই মধ্যে ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন অর্থাৎ ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ হতে যাচ্ছে সরকারি-বেসরকারি অফিস-আদালত ও বন্দরগুলো। এতে শঙ্কা তৈরি হয়েছে ব্যাংকারদের মনে।

গত ২০ ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতিচেষ্টার ঘটনা একটি উদাহরণ।

বণিক বার্তা

অতিরিক্ত ভাড়া নিচ্ছে ৯৮ শতাংশ গণপরিবহন

ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ৯৮ শতাংশ গণপরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি। বিভিন্ন গণপরিবহনে ঈদ বকশিশের নামে ১২ দিনে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা আদায় হতে পারে বলেও সংগঠনটি তাদের পর্যবেক্ষণে তুলে ধরেছে। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণপরিবহনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ উপকমিটির সদস্যরা ২০ মার্চ ঢাকা মহানগরীতে নামেন। তারা সড়ক, রেল, নৌ ও আকাশপথে ঈদযাত্রা পরিস্থিতি, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীসেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।

যুগান্তর

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে আবেদনের পাহাড়

সনদধারী ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তে আবেদনের পাহাড় জমেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে। তিন মাসে ২০ হাজারের অধিক অভিযোগ জমা পড়েছে। ভুয়া সনদে যারা চাকরি নিয়েছেন তাদের নামেও অভিযোগ আসছে। রণাঙ্গনের সম্মুখসারির যোদ্ধারা অভিযোগ জানিয়ে এসব আবেদন করেন। জেলা-উপজেলা থেকে প্রতিদিনই প্রচুর পরিমাণে আবেদন আসছে। এগুলো যাচাই-বাছাইয়ে হিমশিম খাচ্ছে মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। যাচাইয়ে প্রাথমিকভাবে সরেজমিন শুনানি হবে। অভিযোগ আসা অব্যাহত থাকলে বাতিলের লক্ষাধিক আবেদন জমা পড়তে পারে। এদিকে সরকারের ডাকে সারা দিয়ে স্বেচ্ছায় ১২ অমুক্তিযোদ্ধা তাদের সনদ বাতিলের আবেদন করেছেন। 

দেশ রূপান্তর

বৈষম্য ও বিভেদহীন দেশ গড়ার প্রত্যয়

বৈষম্য-বিভাজনহীন দেশ গড়ার প্রত্যয়ে জাতি উদযাপন করল মহান স্বাধীনতা দিবস। যথাযোগ্য মর্যাদায় রাজধানী ঢাকাসহ সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে একাত্তরে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের এবং অন্যদের শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

গতকাল বুধবার ভোর থেকে সর্বস্তরের মানুষের ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ‘অপারেশন সার্চলাইট’-এর নামে বাঙালি জাতির ওপর পাকিস্তানি বাহিনীর গণহত্যার অভিযানের পর রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের সূচনা হয়। ৯ মাস পর একই বছরের ১৬ ডিসেম্বর দখলদারমুক্ত হয় বাংলাদেশ এবং পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এবার স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন করেছে দেশবাসী। স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৮ জোড়া নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন হয়েছে। ঢাকা-নরসিংদী কমিউটার ট্রেনও উদ্বোধন করা হয়েছে।

আজকের পত্রিকা

ঢাকায় চাঁদাবাজি চরমে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষের নানা অঙ্গীকার এবং তৎপরতার পরও রাজধানীতে অপরাধের মাত্রা কমাতে দৃশ্যমান প্রভাব নেই; বিশেষ করে চাঁদাবাজদের দৌরাত্ম্য চরমে উঠেছে। চাঁদাবাজেরা এমনই বেপরোয়া হয়ে উঠেছে যে আতঙ্ক ছড়াতে গুলি করে তার ভিডিও ধারণ করার ঘটনা পর্যন্ত ঘটেছে। পুলিশের কর্মর্কতারা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক আবহে শীর্ষ সন্ত্রাসীরা এলাকায় এলাকায় প্রভাব বিস্তারে মরিয়া হয়ে ওঠায় চাঁদাবাজির মতো অপরাধ বেড়েছে। সমস্যার সমাধানে ‘রাজনৈতিক সহায়তা’ দরকার বলে মত দিয়েছেন তাঁরা।

চাঁদাবাজদের গুলি করে ভিডিও ধারণের ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকায়। চাঁদা চেয়ে না পেয়ে মনির আহমেদ নামের এক আবাসন ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি করে সন্ত্রাসীরা। একজন গুলি করার সময় তার ভিডিও করছিল সঙ্গের একজন। তৃতীয় আরেকজন মোটরসাইকেলে বসে অপেক্ষা করছিল। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলেছে, জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বণিক বার্তা

গ্যাস অনুসন্ধান এলাকা বাড়াতে চায় শেভরন

হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের জালালাবাদ গ্যাস ক্ষেত্রের অধীন এলাকাগুলো তিনটি গ্যাস অনুসন্ধান ব্লকে (ব্লক নম্বর ১২, ১৩ ও ১৪) বিভক্ত। ব্লক তিনটিতে অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম চালাচ্ছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। এর মধ্যে ১২ নম্বরের কিছু অংশের অনুসন্ধান কার্যক্রম ছেড়ে দিয়েছিল মার্কিন কোম্পানিটি। বর্তমানে আবারো এ ছেড়ে দেয়া অংশ এবং ১১ নম্বর ব্লকের আওতাভুক্ত এলাকায় (সুনামগঞ্জ, শেরপুর ও ময়মনসিংহ) কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী হয়ে উঠেছে শেভরন।

এসব এলাকায় এককভাবে কাজ পেতে পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগে প্রস্তাবও দিয়েছে কোম্পানিটি। একই সঙ্গে সেখানে গ্যাস পেলে অফশোর পিএসসির (মূল ভূখণ্ডের বাইরে সাগরে পাওয়া গ্যাসের উৎপাদন বণ্টন চুক্তি) শর্তে চুক্তি করতে চায় শেভরন। কিন্তু অনশোরে (স্থলভাগে) অফশোর পিএসসির শর্তের চুক্তির বিষয়টি আইনসংগত না হওয়ায় এবং বিগত সরকারের করা জ্বালানি খাতের বিশেষ বিধান বাতিল হয়ে যাওয়ায় এরই মধ্যে শেভরনের ওই প্রস্তাব নাকচ করে দিয়েছে জ্বালানি বিভাগ।

মানবজমিন

বেতন-ভাতা ছাড়াই সাড়ে তিন লাখ শিক্ষকের ঈদ

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে রংপুরের একটি বেসরকারি স্কুলে চাকরিতে যোগ দেন আবু রাশেদ নোমান। জানুয়ারিতে মিলেছে ইনডেক্স নম্বর। তবে এখনো পাননি বেতন। নোমান বলেন, কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। চাকরি করি কিন্তু বেতন নাই। নিজের জন্য কিছু কেনার চিন্তাও করি না। বাবা-মা’কে যে কিছু কিনে দেবো সে ক্ষমতাও নাই। উল্টো রোজার সময় কয়েক হাজার টাকা ধার হয়েছে। কীভাবে কী করবো কিছুই বুঝতে পারছি না। 

ডিসেম্বর থেকে বেতন পান না আরেক শিক্ষক সাদিকুল্লাহ আমিন। তিনি বলেন, ঈদের এই সময়টায় রীতিমতো পালিয়ে বেড়াচ্ছি। ঈদটা পার হলেই বাঁচি। আমার দু’টা বাচ্চা আছে ভাগ্য ভালো নানা বাড়ি থেকে তারা নতুন জামা পেয়েছে। না হলে আমার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোরও ঈদ মাটি হয়ে যেতো। তিনি বলেন, ঈদে টালবাহানা করে বলেছি এবার কাজের অনেক চাপ বাড়ি যেতে পারবো না। বাধ্য হয়ে মিথ্যা বলতে হচ্ছে।

কালের কণ্ঠ

স্থবির অর্থনীতিতে গতি আনছে ঈদ

ঈদ উৎসব ঘিরে বাড়ছে কেনাকাটা। রোজার দ্বিতীয় সপ্তাহ থেকে রাজধানীর বিভিন্ন মার্কেটে ক্রেতা উপস্থিতি বেড়েছে। তবে গত বছরের তুলনায় বিক্রি বাড়ার আশা করছেন না ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এবারের ঈদে ক্রেতা সমাগম বাড়লেও বিক্রি এখনো ৩০ শতাংশ কম।

ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ খরচ কমাতে বাধ্য হচ্ছে। রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা চলছে। শ্রমিক অসন্তোষসহ নানা কারণে শতাধিক শিল্প-কারখানা বন্ধ হয়ে লাখো কর্মী কাজ হারিয়েছেন। এতে কমেছে তাঁদের ক্রয়ক্ষমতা।

প্রথম আলো

সি চিন পিংয়ের প্রতিশ্রুত অর্থের ২৫% এসেছে ৯ বছরে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফরের সময় ২০১৬ সালের সেপ্টেম্বরে ঢাকা-বেইজিং সম্পর্ক ‘কৌশলগত সহযোগিতায়’ উন্নীত হয়েছিল। সম্পর্কের বাঁকবদলের ওই সফরে পদ্মা সেতুতে রেলসংযোগ, কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণসহ নানা অবকাঠামো নির্মাণসংক্রান্ত ২৭টি প্রকল্পে চীন ২ হাজার কোটি ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিল। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত চীনের প্রকল্পগুলোর মধ্যে ৯টি প্রকল্পের ঋণচুক্তি সই হয়েছে। এসব প্রকল্পের ব্যয় ৮০০ কোটি ডলার হলেও এ পর্যন্ত ছাড় হয়েছে ৫২০ কোটি ডলার। অর্থাৎ প্রেসিডেন্ট সির প্রতিশ্রুতির প্রায় ৯ বছর পর ছাড় দেওয়া হয়েছে প্রায় ২৫ শতাংশ অর্থ।

এছাড়া স্বাধীনতা দিবসে বিভাজনহীন বাংলাদেশ প্রত্যাশা; ক্রীড়া মন্ত্রণালয় ও সার্চ কমিটির দায় চাপানোর খেলা!; চীনে প্রধান উপদেষ্টা  / আলোচনা হবে কৌশলগত ইস্যু নিয়ে; ইউজিসিতে তারা সব আমলে সুবিধাভোগী—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।