দেশের কৃষি জমি বাঁচানোর ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।  

মঙ্গলবার (০৮ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৪৬তম সভায় তিনি এই গুরুত্বারোপ করেন।   

সভায় ভূমি অধিগ্রহণের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। 

সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, প্রকল্প নেওয়ার আগে যথাসম্ভব কৃষি জমি বাদ দিয়ে প্রকল্প গ্রহণ করা যায় কি না সেটির প্রতি গুরুত্ব দিতে হবে। যে কোনো প্রকল্পের জন্য যেটুকু জমি প্রয়োজন, সেটুকু জমির জন্য প্রস্তাব দেওয়া উচিৎ। 

তিনি আরও বলেন, রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে জমি অধিগ্রহণ করা হয়, সেক্ষেত্রে স্থানীয়দের মতামতের গুরুত্ব দিতে হবে। সর্বোপরি কৃষিজমি বাঁচাতে হবে। 

সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এসএইচআর/এনএফ