রাজধানীর বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৯ এপ্রিল) রাতে বাড্ডা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

জেইউ/এমএন