শাহ আলীতে ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবক গুলিবিদ্ধ
রাজধানীর শাহ আলী থানার পাইনখোলা ঈদগাহ মাঠ এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে সাজ্জাদ হোসেন রাব্বি (২৫) নামের এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
গুলিবিদ্ধ হোসেন রাব্বিকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু শান্ত বলেন, হোসেন রাব্বি একজন ইন্টারনেট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে অন্য ব্যবসায়ী মিরাজের সঙ্গে সাজ্জাদ হোসেনের দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে সাজ্জাদ হোসেন আজ রাতে শাহ আলী থানার বাইনখোলা ঈদগাহ মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় মিরাজ গ্রুপের একজন তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। এতে তার পিঠের বাম পাশে গুলি লাগে। পরে আমরা খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, সাজ্জাদ হোসেন শাহ আলী থানার মিরপুর-১-এর ১৯ নম্বর রোডের সি ব্লকের ৩৪ নম্বর বাসায় থাকে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মিরপুরের শাহ আলী থানা এলাকা হতে গুলিবিদ্ধ অবস্থায় এক ইন্টারনেট ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি শাহ আলী থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমজেইউ