চট্টগ্রামে সন্ধ্যার সঙ্গে নামল স্বস্তির বৃষ্টি
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার পর বৃষ্টিপাত শুরু হয়।
অঞ্চলভেদে ৫ থেকে ১৫ মিনিট স্থায়ী এই বৃষ্টিপাতে ছিল বজ্রপাত ও দমকা হাওয়া। বৃষ্টিপাতে দিনভর প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা নগরবাসীর মধ্যে একটু স্বস্তি নেমে আসে। যদিও হঠাৎ বৃষ্টিতে সড়কে যাতায়াতকারী মানুষ সাময়িক ভোগান্তিতে পড়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার বিকেলের পর থেকেই চট্টগ্রামের আকাশে হালকা মেঘ জমতে থাকে। সন্ধ্যার পর দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি নামে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মো. রাশেদ নামে একজন বলেন, সারাদিন গরমে হাঁসফাঁস করছিলাম। বৃষ্টি দেখে ভালোই লাগছে।
চট্টগ্রাম আবহাওয়ার অফিসের কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, আমরা ৩ ঘণ্টা পর পর বৃষ্টিপাত রেকর্ড করে থাকি। সন্ধ্যা ৬টার পর বৃষ্টিপাত শুরু হয়েছে। এটার পরিমাণ পাওয়া যাবে রাত ৯টার দিকে। বৈশাখ মাসে এমন কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়ে থাকে। তবে এসময়ের বৃষ্টির স্থায়িত্ব কম। আরও অন্তত দু’দিন এরকম অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হবে।
এমআর/এসএসএইচ