দ‌ক্ষিণ কো‌রিয়ায় গম‌নেচ্ছু‌দের বাংলা‌দেশ ওভার‌সিজ এমপ্লয়মেন্ট অ‌্যান্ড সা‌র্ভি‌সেসের (‌বো‌য়ে‌সেল) তত্ত্বাবধানে সাত‌ দি‌নের বাধ‌্যতামূলক কোয়া‌রেন্টাইনে থাকতে হবে।

রোববার (৩০ মে) আন্তঃমন্ত্রণাল‌য় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জানায় বো‌য়ে‌সেল। 

বো‌য়ে‌সেল জানায়, দ‌ক্ষিণ কো‌রিয়ায় যাওয়ার ক্ষে‌ত্রে কো‌রিয়ান নাগ‌রিক ব‌্যতীত বাংলা‌দে‌শি কর্মীসহ অন‌্য সব যাত্রী‌দের ঢাকায় বাধ‌্যতামূলক সাত দি‌ন কোয়া‌রেন্টাইন কর‌ার পর কো‌ভিড ১৯ নে‌গে‌টিভ সনদ নিতে হ‌বে। 

কোয়া‌রেন্টাইন কার্যক্রম আগামী ১০ জুন থে‌কে বাধ‌্যতামূলক প্রতিপাল‌নের জন‌্য সং‌শ্লিষ্ট মন্ত্রণালয় নি‌র্দেশনা জা‌রি কর‌বে। কো‌রিয়া গ‌মনেচ্ছু‌দের বো‌য়ে‌সে‌লের ও‌য়েবসাই‌ট ভিজিট কর‌তে বলা হ‌য়ে‌ছে।

এনআই/আরএইচ