বেপরোয়া পরিবহন, কিছু শ্রমিকের অবাধ্যতা
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
শান্তির দল, জনপ্রিয় পার্টির মতো অনেক দলই চায় ইসির নিবন্ধন
‘বাংলাদেশ সংস্কারবাদী পার্টি’—এটি একটি রাজনৈতিক দলের নাম। তারা নির্বাচন কমিশনে (ইসি) দল হিসেবে নিবন্ধন পেতে চায়। একইভাবে নিবন্ধন পেতে চায় ‘বাংলাদেশ শান্তির দল’, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’, ‘জাতীয় ভূমিহীন পার্টি’, ‘বাংলাদেশ বেকার সমাজ’, ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’, ‘জনতার কথা বলে’—এ ধরনের বাহারি নামের অনেকগুলো দল।
বিজ্ঞাপন
ইসি সূত্র জানায়, গতকাল রোববার পর্যন্ত ৬৫টি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছে। এর বাইরে আরও ৪৬টি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছে। এই দলগুলোর বেশির ভাগই নামসর্বস্ব। তাদের কোনো কার্যক্রম চোখে পড়ে না।
দেশ রূপান্তর
মে-জুনে রাজপথ দখলের টার্গেট আ.লীগের!
চব্বিশের গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তবে তিনি প্রকাশ্যে না এলেও দেশ অস্থিতিশীল করতে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে রাজপথে নামার ছকও তৈরি হয়েছে। আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ঝটিকা মিছিল বের করছেন তারা।
সমকাল
আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রথম প্রতিবেদন
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় আটজনকে অভিযুক্ত করে প্রসিকিউশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার এটিই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। ১৯৫ দিন তদন্ত শেষে রোববার ৯০ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে এ পর্যন্ত ২২টি মামলা (বিবিধ মামলা) হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ৫৪ জন গ্রেপ্তার হলেও বাকি ৮৭ জন পলাতক। মামলার বিচার শুরু নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। বিএনপিসহ সমমনা দলগুলো সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের দাবি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যার বিচার করে নির্বাচনের আয়োজন করতে হবে।
দেশ রূপান্তর
শ্রমিকদের সুরক্ষা ও স্থায়ী শ্রম কমিশনের সুপারিশ
শ্রমিকদের আইনি সুরক্ষা, মর্যাদাপূর্ণ ন্যূনতম মজুরি ও কমিশন ঘোষণা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ট্রেড ইউনিয়নের শর্ত শিথিল, মাতৃত্বকালীন সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য নিশ্চিত করাসহ শ্রমিকদের স্বার্থে ২৫টি মূল সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন।
দেশ রূপান্তর
চট্টগ্রাম মহানগরীর জামালখানের আসকার দীঘিরপাড়ের সংরক্ষিত পাহাড়টি সমতল ভূমি দেখিয়ে অনুমোদন নেওয়া হয়েছিল ১৪ তলার চারটি টাওয়ারের। এর বাইরে রয়েছে তিনটি বেজমেন্ট। সে হিসেবে প্রায় ১৭ তলা উচ্চতার ভবন নির্মিত হচ্ছিল পাহাড় কেটে। আর রেকর্ডে ছিল সমতল ভূমি। সিডিএ এ ভবনের অনুমোদনও দিয়েছিল। কিন্তু অনুমোদিত নকশার বহির্ভূতভাবে ভবন নির্মাণের দায়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নোটিস দিলেও ভবন মালিক উচ্চ আদালতের মাধ্যমে স্থগিতাদেশ নিয়ে ভবনের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল। গত রবিবার চেম্বার আদালত এ স্থগিতাদেশ রহিত করলেও গতকাল সোমবার সিডিএ কর্তৃপক্ষ ভবনটিতে অভিযান চালিয়ে ভাঙার কাজ শুরু করে। রেকর্ড পরিবর্তনের মাধ্যমে ভবনের অনুমোদন নিয়ে দেশ রূপান্তরে গত বছর ১২ ফেব্রুয়ারি ‘রেকর্ড বদলে পাহাড় সাবাড়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়েছিল।
কালের কণ্ঠ
বেপরোয়া পরিবহন, কিছু শ্রমিকের অবাধ্যতা
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় করা মামলা ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বাসচালক জামির হোসেনকে ফৌজদারি দণ্ডবিধির ৩০৪ ধারায় বেপরোয়া চালনার কারণে অবহেলাজনিত মৃত্যুর জন্য (পরিকল্পিত নরহত্যা নয়) দোষী সাব্যস্ত করে তাঁকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া সাভারে এক নারীকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি মীর হোসেন মীরু নামের আরেক চালককে ফাঁসির আদেশ দেন সিএমএম আদালত। এ কারণে ক্ষুব্ধ হয়ে পরিবহন শ্রমিকরা রাজধানীসহ কয়েকটি জেলায় গাড়ি চালানো বন্ধ রাখেন।
সমকাল
মাটি, পানি, খাবার থেকে দেহে ঢুকছে প্লাস্টিক
বড় প্লাস্টিক চোখে দেখা যায়। এ কারণে পরিবেশ ও স্বাস্থ্যগত বিপদ কেমন হতে পারে– সে ধারণা কম-বেশি সবারই জানা। তবে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণা প্রাণ-প্রকৃতিতে নীরবে বিষ ঢাললেও এর ভয়াবহতা থেকে যাচ্ছে আড়ালেই। বিভিন্ন গবেষণায় প্রমাণ মিলেছে– লবণ, আটা, চিনি, মাছ, মাটি, বাতাস, নদী, সমুদ্র এমনকি খাবার পানিতেও রয়েছে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব।
গবেষকরা বলছেন, মাইক্রোপ্লাস্টিকের আকার ৫ মিলিমিটারের চেয়ে ছোট হয়। দিনের পর দিন শরীরে এই বিষ মিশতে থাকলে দেহে মরণব্যাধি বাসা বাঁধতে পারে। বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিক ঠেকানোর উদ্যোগ হিসেবে বিশ্বের প্রথম দেশ বাংলাদেশ ২০০২ সালে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছিল। উপকূলীয় অঞ্চলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকেও লাগাম টানা হয়েছে। পলিথিন আর প্লাস্টিকের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চলছে অভিযান। তবু থামছে না এর ব্যবহার। সরকার এ ব্যাপারে নানামুখী উদ্যোগ নিলেও মানুষকে এখনও সচেতন করা যায়নি।
বণিক বার্তা
স্বাস্থ্যঝুঁকিতে অর্ধলক্ষাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু
সাড়ে ১০ বছরের রোকেয়া। বাড়ি সিরাজগঞ্জ। জন্মের পর থেকেই জড়োসড়ো হয়ে পড়ত শিশুটির হাত-পা। মাঝেমধ্যে নীলাভ আকার ধারণ করত ঠোঁট-জিহ্বা। পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায় তিন মাস বয়সে শিশুটিকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। কিন্তু রোগ ধরা পড়ে না। সমস্যাগুলো নিয়েই সে বাড়তে থাকে। চলে বহু পরীক্ষা-নিরীক্ষা। একসময় জানা যায়, শিশুটি বুদ্ধিপ্রতিবন্ধী। ওষুধ খাওয়ার পাশাপাশি তাকে নিয়মিত কাউন্সেলিংয়ের পরামর্শ দেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ এক চিকিৎসক। এর পর থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ‘শিশু বিকাশ কেন্দ্রে’ চলছিল রোকেয়ার কাউন্সেলিং। তবে কেন্দ্রটি হঠাৎ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পরিবার।
কালের কণ্ঠ
সম্প্রতি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক শ নতুন মাদক ব্যবসায়ীর তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা ভিন্ন পেশার আড়ালে ঢাকাসহ বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলে নানা ধরনের মাদকদ্রব্য সরবরাহ করছে। বেড়েছে ইয়াবার ব্যবসা। সূত্র ডিএনসি, র্যাব ও পুলিশ।
বণিক বার্তা
ট্রাম্প ঘোষিত অতিরিক্ত ১০% শুল্কভারও নিতে চাচ্ছেন না ক্রেতারা
দেশভেদে ভিন্ন ভিন্ন হারে রেসিপ্রোকাল বা পাল্টা শুল্কারোপের ঘোষণা ৯০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে প্রত্যেক দেশের ওপর বহাল রাখা হয় ১০ শতাংশ পাল্টা শুল্ক। দেশটিতে পোশাক সরবরাহকারী বাংলাদেশী তৈরি পোশাক শিল্পের মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে গড়ে ১৪ দশমিক ১ শতাংশ শুল্ক আদায় করা হতো। এখন পাল্টা শুল্ক বাবদ অতিরিক্ত ১০ শতাংশের ভার এককভাবে ক্রেতারা নিতে চাচ্ছেন না। শুল্কের একটি অংশের ভার তারা রফতানিকারককে বহন করতে বলছেন। ক্ষেত্রবিশেষে অতিরিক্ত শুল্কের পুরোটাই রফতানিকারককে পরিশোধে চাপ দেয়া হচ্ছে।
প্রথম আলো
চাকরি দেওয়ার কথা বলে দালালেরা বাংলাদেশি তরুণদের নিয়ে যায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে
নেওয়ার কথা ছিল উত্তর মেসিডোনিয়ায়। কিন্তু দালাল তাঁকে পাঠান রাশিয়ায়। সেখানে একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। কিন্তু দু-তিন মাস পরেই চাকরি চলে যায় তাঁর। দেশে ফিরতে বিমানবন্দরে আসার পর পড়েন রুশ দালালের ‘খপ্পরে’। চুক্তিনামায় স্বাক্ষর নেওয়া হয় তাঁর। একপর্যায়ে তিনি বুঝতে পারেন তিনি ‘বিক্রি’ হয়ে গেছেন, তাঁর আর ফেরার পথ নেই।
এ কথাগুলো জানালেন ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রুশ বাহিনীতে যুক্ত হওয়া এক বাংলাদেশি। তিনি যে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন, সেটি তাঁর পরিবারকেও জানাননি। এ কারণে নাম–ঠিকানা প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছেন তিনি।
যুগান্তর
মৌসুমি ব্যবসায়ীদের একচেটিয়া ধান মজুতের প্রভাবে এবার নতুন করে চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আমন মৌসুমে কৃষকের কাছ থেকে মনপ্রতি ১১০০ টাকায় ধান কিনে ছোট ছোট গুদামে মজুত করে। কয়েক মাস পর সেই ধান ১৬০০-১৭০০ টাকা বিক্রির টার্গেট নেয় চক্রটি। ফলে কৃষক পর্যায়ে সরবরাহ কমায় মিল পর্যায়ে বাড়তে শুরু করে চালের দাম।
এছাড়া পোপ ফ্রান্সিসের চিরপ্রস্থান; চুক্তির চক্করে প্রশাসন; এনসিপির সেই তানভীরকে সাময়িক অব্যাহতি; বনানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ‘তাণ্ডব’—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।