রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বাড়ির কেয়ারটেকার আবু হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাদী হোসেন জানান, ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। ভুক্তভোগী কিশোরীর বাবা-মা গতকাল আমাদের থানায় এসে বাড়ির কেয়ারটেকার আবু হোসেনের বিরুদ্ধে একটি অপহরণের মামলা দায়ের করেন। এ ঘটনায় আবু হোসেনকে গ্রেপ্তার করি এবং ওই কিশোরীকে উদ্ধার করি। পরে অভিযুক্ত আবু হোসেনকে আদালতে নিলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে মামলাটিকে আমরা অপহরণের মামলা হিসেবে গ্রহণ করেছি। হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেলে এর সঙ্গে ধর্ষণের ধারা যুক্ত করা হবে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলের দিকে ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই কিশোরী ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। সেখান থেকে তাকে ওসিসিতে পাঠানো হবে।

এসএএ/এমএন