প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এর আগে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিকেল ৫টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন। সূত্রটি জানায়, ৬টা ৫৫ মিনিটে মেট্রোরেল চলাচল শুরু হয়।

এর আগে, বিকেল ৫টার দিকে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে পুরো লাইনে থাকা ট্রেনগুলো আটকে যায়। ভোগান্তিতে পরেন যাত্রীরা।

সে সময় যাত্রীরা সামাজিক মাধ্যমে তাদের ভোগান্তির কথা তুলে ধরে বিভিন্ন ধরনের মন্তব্য করেন।

এমএইচএন/জেডএস