চট্টগ্রামে সপ্তম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে কর্ণফুলি নদী থেকে ভেসে আসা এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাহাত খান (১২) নামে সপ্তম শ্রেণির ওই ছাত্র একজন খুদে ক্রিকেটার বলেও জানা গেছে।
বুধবার (৩০ এপ্রিল) নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় নদীতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
রাহাত খান নগরীর চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এছাড়া সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্য ছিল বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে স্কুলে গিয়েছিল রাহাত। ছুটির পর বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর বাসায় ফেরেনি। সকালে হামিদচর এলাকায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার স্টেশনে জানায়। ফায়ার কর্মীরা গিয়ে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করে।
বিজ্ঞাপন
এই ঘটনায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, এ ঘটনায় চারজনকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।
আরএমএন/জেডএস