ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই যুবক আহত
রাজধানীর ধানমন্ডি লেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ( ৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন : মো শামস (২০) ও সৌরভ (১৯)। পরে তাদের উদ্ধার করে প্রথমে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিজ্ঞাপন
এ ঘটনায় আহত শামসের ভাই সিয়াম, বন্ধু জহিরুল ইসলামসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আহত শামস ঢাকা পোস্টকে বলেন, আমরা বন্ধুরা মিলে ধানমন্ডি লেকে গল্প করছিলাম। সেখান থেকে রবীন্দ্র সরোবরে যাওয়ার সময় কয়েকজন আমাকে ডাক দেয়। পরে আমি গেলে ছুরি ধরে আমার মোবাইল মানিব্যাগ নিতে চাইলে আমি বাধা দেই। এ সময় তারা আমার বাঁ হাতে ও পিঠে ছুরিকাঘাত করে।
বিজ্ঞাপন
তার সঙ্গে থাকা বন্ধু জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা বেশ কয়েকজন বন্ধু ধানমন্ডিতে ঘুরতে যাই। পরে ছিনতাইকারী আমাদের ধরলে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।আমাদের কাছ থেকে কিছু নিতে পারিনি তারা। আমাদের আরেক বন্ধু সৌরভের অবস্থা আশঙ্কাজনক।
আহত সৌরভকে উদ্ধার করা পথচারী তারিকুল ইসলাম বলেন, আমি লেক দিয়ে যাওয়ার সময় দেখি সৌরভ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। পরে তাকে আমি উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল কুমার পাল ঢাকা পোস্টকে বলেন, আহতরা ছিনতাইকারীর ছুরিকাঘাতের কথা উল্লেখ করেছেন। কিন্তু ঘটনার মোটিভ দেখে মনে হচ্ছে না যে এটি কোনো ছিনতাইয়ের ঘটনা। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। আসলে কী ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে। আহত দুজনকে ঢাকা মেডিকেলের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ধানমন্ডি থেকে ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে দুজন এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। ধানমন্ডি থানা পুলিশ ঢাকা মেডিকেলে এসে বিষয়টি তদন্ত করে দেখছে।
এসএএ/এসকেডি