কাশ্মিরে হামলায় নিহতদের স্মরণ করল ভারতীয় হাইকমিশন
কাশ্মিরের পেহেলগামে হামলায় নিহতদের স্মরণ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
শুক্রবার (২ মে) ভারতীয় হাইকমিশন ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে ভারতের বন্ধুরাও সমবেদনা প্রকাশ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসময় প্রণয় ভার্মা বলেন, এ হত্যাকাণ্ড আমাদের সম্মিলিত বিবেককে নাড়া দিয়েছে। কিন্তু সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সংকল্পকে আরও দৃঢ় করে তুলেছে। এ হামলার অপরাধীদের এবং তাদের মদতদাতাদের পরিকল্পনা কখনো সফল হতে না দেওয়া হবে না।
ওএফএ/এসএসএইচ