সৈয়দা রিজওয়ানা হাসান
চিত্রশিল্প পরিবেশবান্ধব নাগরিক গড়তে সহায়ক ভূমিকা পালন করতে পারে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যেখানে পরিবেশ সংকট প্রতিদিন প্রকট হচ্ছে, সেখানে সৃজনশীল গল্প বলা ও চিত্রশিল্প ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিবান্ধব করে গড়ে তুলতে পারে। ছবির গল্প শুধুই বিনোদন নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ।
সোমবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকায় অনুষ্ঠিত “ইকরিমিকরি: এক কল্পনার জগৎ—ছবির বইয়ের দুনিয়া” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
উপদেষ্টা বলেন, ছবির বই শুধু ছবি আর গল্প নয়। এগুলো শিশুর মনে সহমর্মিতা, কৌতূহল ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করে। বন্যপ্রাণী ও প্রকৃতির সৌন্দর্য শিশুদের কাছে তুলে ধরলে, তারা পরিবেশের রক্ষক হয়ে উঠবে।
বিজ্ঞাপন
তিনি আহ্বান জানিয়ে বলেন, শিশুরা প্রকৃতিকে যেন ভয় না পায়, বরং ভালোবেসে বড় হয়।
অনুষ্ঠানে শিশুদের জন্য প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে আঁকা অসাধারণ সব ছবি প্রদর্শিত হয়। এতে শিশুরা যেমন আনন্দ পায়, তেমনি জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়েও সহজভাবে ধারণা লাভ করে।
সৈয়দা রিজওয়ানা হাসান এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতার মিলনস্থল তৈরি করে।
পরে তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং উপস্থিত শিশু, অভিভাবক, শিল্পী ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসএইচআর/এআইএস