চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার দক্ষিণ শাহমিরপুর এলাকায় অভিযান চালিয়ে আট হাজার লিটার চোরাই তেল উদ্ধারসহ সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। আটক আব্দুর শুক্কুর প্রকাশ বাল্লা (৪০) চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার দক্ষিণ শাহমিরপুর এলাকার মৃত মো. আলীর ছেলে। 

শুক্রবার (৪ জুন) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নুরুল আবছার বলেন, দক্ষিণ শাহমীরপুর এলাকায় অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে চোরাই ডিজেল মজুদের খবর জানতে পারে র‌্যাব। উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আব্দুর শুক্কুরকে আটক করা হয়। পরে তার দেখানো স্থান থেকে ড্রাম ও প্লাস্টিকের কন্টেইনারে রাখা আট হাজার লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, শুক্কুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আগত জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে বিক্রি করছিল। উদ্ধার করা ডিজেলের আনুমানিক মূল্য ৫ লাখ ৪৪ হাজার টাকা। 

আটক আসামি ও উদ্ধারকৃত তেল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/ওএফ